পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১০ ) [বিরহিপঞ্চাননের প্রবেশ] বিরহি। এই যে বেলা অবসন্না হইয়াছে । এক্ষণ ভগবান মরীচিমালী বিশ্বসংসার ব্যাপিনী কিরণ মালাকে সংহরণ পূর্বক অপূৰ্ব্ব শান্তমূৰ্ত্তি ধারণ করিয়াছেন,— স্থৰ্যদেব জলধি বলয়িত বসুন্ধরামণ্ডল বেষ্টন করিয়া পরিওশান্ত পথিকের ন্যায় আতিথ্যাভিলাষে কি পশ্চিমাচল চূড়ার প্রতি ধাবমান হইতেছেন ? একি আশ্চৰ্য্য ! যে সহস্রাংশুমণ্ডল, দুলক্ষণীয় কিরণমণ্ডলে মণ্ডিত হইয় প্রাণিদিগের দর্শন পথাতীত ছিল, তাহ এক্ষণ স্থদৃশ্যভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশোভিত করিতেছে। (সবিস্ময়ে) এই যে স্থৰ্য্যমণ্ডল দেখিতেই আরক্তবর্ণ হইল ! এই কমলিনীনায়ক নিজ নায়িকা কমলিনীর প্রতি যে অনুরাগ রাশি অপ্রকাশিত রূপে স্বকীয় মানস মন্দিরে রাখিয়াছিলেন, সম্প্রতি ভাবি বিয়োগ ভাবনায় হৃদয় বিদীর্ণ হইবাতে ঐ সঞ্চিত অহুরাগ রাশি গলিত হইয় প্রকাশ পাইল, তাহাতেই কি আদিত্যমণ্ডল আরক্তবর্ণ হইতেছে ? এই যে রবিমণ্ডল পশ্চিম সিন্ধুসলিলে পতিত হইল ! অতিরক্তবপুঃস্থলদগতি বাস্থহীনো বিগতাম্বরোরবিঃ। পততি প্রতিবারি বারুণী বহুসেবাফলমেতদেবহি ॥ শরীর লোহিত বর্ণ স্বলিত গমন।