পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ) ज्रष्ट्रल कश्रिङ কুল সমুলে করি নিৰ্ম্মল, সত্যকুল বৃদ্ধি বিধায়িনী ॥ কুলকাণ্ডে মনোমত নিদ্র। যাও আর কত, জাগো মাগো জগত সংসারে । তোমা বিন গতি নাই, কুলকাণ্ডে ডাকি তাই, পড়ে আমি অকুল পাথরে ॥ --- (কোন ব্রাহ্মণ এই নান্দী পাঠ করিয়া প্রস্থান করিলেন, অনন্তর সুত্রধারের প্রবেশ) স্থত্রধার। আর বাহুল্যে প্রয়োজন নাই একবাব স হ দর্শন করি, (চতুর্দিক অবলোকন করিয়া) আহা কি অপুৰ্ব্ব সভা, এ সভার শোভা ক্ষণকাল নিরীক্ষণ করিলে কাহার ন । অন্তরাত্বা নিতান্ত সন্তোষ সাগরে সন্তরণ করে । এই সভা অগণা গাম্ভীৰ্য্যেদাৰ্য্য ধৈর্য্যাদিগুণ মণ্ডিত পণ্ডিত জনে আকীর্ণ, এবং প্রভূততম বদান্য দাক্ষিণ প্রভৃতি গুণসম্পন্ন অসামান্য ধনিগণে পরিপূর্ণ, অতএব এস্থানে আমার অজস্র-পরি শ্রম-শিক্ষিত সঙ্গীত শাস্ত্রের পরীক্ষা প্রদান একান্ত সমুচিত হইয়াছে, যেহেতু সজ্জন সমাজ মধ্যে অপরীক্ষিত বিদ্যা, অনগ্নি পরিশোধিত সুবর্ণ জাতির ন্যtয, নিতান্ত বিশ্বসনীয়া হয় না তন্নি ি-ক্স তদ্বিষয়ে যত্ন করা অত্যন্ত আবশ্যক, কিন্তু এই রসতত্ত্ব-তালাভিনয়তাগুব-পণ্ডিত-মণ্ডলী, এতন্মধ্যে কোন এস্তাবাধিকার