পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২১ ) খ্যাত আছি শব্দ শাস্ত্রে ব্যুৎপন্ন কেশরী ॥ কাব্যেতে অভব্য নাম দেখ মোর অাছে । শ্লোক পড়ি হাড়ি মুচি চণ্ডালের কাছে ॥ অলঙ্কার শাস্ত্রে বিদ্যা বলিব কি বল । আমি নাহি ছুই পরে ব্রাহ্মণী সকল । কবিতা করিতে শক্তি অতি অনুপাম । বাবা কেন না রাখিল কালিদাস নাম ॥ কবিতাতে যদি নাহি মিলে চতুষ্পদ । মিলাইয়া দিই তাহে আমি চতুষ্পদ ॥ । পাষণ্ড পণ্ডিত আমি নানা শাস্ত্র জানি । স্মৃতিতে বিস্মৃতি নাই দেখ অনুমানি । গোবধে ছপণ কড়ি ব্যবস্থা আমার । অবিচারে কেব৷ পারে হেন শক্তি কণর ॥ জ্যোতিষ শাস্ত্রেতে মোর বিদ্যা আছে ভারি। এক হতে দশ অঙ্ক গণে দিতে পারি। অনায়াসে দেখে বলি গভবতী হাত । হয় ছেলে নয় মেয়ে নয় গর্ভপাত ॥ ন্যায়েতে অন্যায় বিদ্যা বিদ্যমান আছে । ঘটত্ব পটত্ব ভয়ে নাহি এসে কাছে ॥ K