পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২২ ) গৰ্ব্বেতে পৰ্ব্বত ধুমে করে অনুমান। কপালে আগুন মোর আছে বিদ্যমান ॥ ধৰ্ম্ম । (হাস্য মুখে) আপনি অতি উত্তম পণ্ডিত । পুরাণে কিছু দৃষ্টি আছে কি? অভব্য। পুরণে নতুন সকলি পারি। ধৰ্ম্ম। পারেন কেমন ? অভব্য। বলি আপনি তো নতুন চাইল পুরণে চাইলের কথা বলচেন ? ধৰ্ম্ম । না না, তাহ নয়, পুরাণ শাস্ত্র (প্রাচীন বৃত্তান্ত) জানেন ? অভব্য। সেজভঙ্গে) পুরাণ ইতিহাস, তাই বলুন, আমি আর এটা বুঝে ছিলাম্। পুরাণে নবীন বিদ্যা হয়েছে আমার । রাবণ উদ্ধবে কহে শুন সমাচার ॥ দ্রৌপদী কান্দিয় বলে বাছ হনুমান। কহং কৃষ্ণ কথা অমৃত সমান। পরীক্ষিত কীচকেরে করিয়া সংহার। সিংহাসন অধিকার করিল লঙ্কার ॥ জানকীর কথা শুনে হাসে দুর্য্যোধন। সপ্তাহ মধ্যেতে হবে তক্ষক দংশন ॥