পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ( ) শঙ্করাচাৰ্য্য, ব্যাসাচাৰ্য্য, জ্ঞানাচাৰ্য্য, ধৰ্ম্মাচাৰ্য্য, ও কুশলাচাৰ্য্য, সেই কুশলীচাৰ্য্যই তোমার পিতামহ, কেমন হইয়াছে কি না ? আমি কি জানি না পঞ্চ গোত্র ছাপ্লাম গাই ইহা ছাড়া বামণ নাই ” আমার অবিদিত কোন ঘর আছে ? - শুভ। আপনকার পিতৃ ঠাকুরের নাম শুনিতে ইচ্ছা করি । অনু। অ, কি বলোহে ? কালি রাত্রে নিদ্রা হয় নাই, বড় গ্রীষ্ম । শুভ। মহাশয়ের পিতার নাম কি ? অনু বড় মশা । শুভ 1 (উচ্চৈঃস্বরে) বলি আপনি কার পুত্ৰ ? অমৃ। অধিক দিন হইল আমার পিতৃ ঠাকুরের পরলোক হইয়াছে। শুভ। (সহস্য মুখে) আমি পরলোক ও ইহলোকের কথা জিজ্ঞাসা করি নাই, পিতার নাম জিজ্ঞাসা করিয়াছি, ইহাতে পরলোক ইহলোকের কথা কেন ? অমৃ। বিলম্ব কর, অধিক দিন তাহার কাল হইয়াছে, নাম প্রায় এক প্রকার বিস্মৃত হওয়া গিয়াছে, স্মরণ করি তবেতে বলিব, তাড়াতাড়ি করিলে কি হইবে ? শুভ । কে আছহে—শুনিলে ? ইনি এমনি ঘটক নিজ পিতৃ নামও বিস্মৃত হন । কিন্তু অন্যের পিতৃ পিতামহের নাম ইহার মুখাগ্রবর্তি, সেসময়ে একটাও ঠেকেন ! অমৃ। পরের পিতার নাম কহিতে বিবেচনা কি? যাহা B 2