পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( )న ) সন্ধ্যার নাহিক গন্ধ, গায়ত্রীর আটক্য। বন্ধ, সদানন্দ পূর্ণ কলেবর ॥ মুখে সদা বেরিগুড, তুড়িদিয়া বলে হুট, হাস্য আস্যে দোষে সাধুজনে। বড় ভক্তি পাচালিতে, কে অঁাটিবে বাচালিতে, এই নয় গুণ লও গণে ॥ ওহে নুতন ঘটক শুনিলে, বুঝিয়াছ ? না অণমার বগি, যুদ্ধে তোমার বুদ্ধির ভূতশুদ্ধি হইয়াছে কেবল নিষ্ঠাবৃত্তি শিখিলেই অভীষ্ট সিদ্ধ হয় না। এক্ষণ যাও, ভাল লোকের নিকট কিছুকাল মনোযোগ পূর্বক পাঠ করিয়া পরে ঘটকালি করে । শুভ। (জনান্তিকে)* ওহে ভাই সুধীর, একি? উঃ, বেটা কি দাম্ভিক ! বোধ হয় দম্ভই শরীরী হইয়া উপস্থিত হইয়াছে, কিন্তু ইহার উদরে ক অক্ষর মহামাংস, শুদ্ধ অশুদ্ধ কথাই অনর্গল কহিতেছে ! প্রাচীনের কহিয়া থাকেন * বৈয়াকরণকিরাতদিপশব্দমৃগাঃ রূ গচ্ছেঘুঃ । যদি ঘটক চিকিৎসক বৈতালিক বদন কন্দরী ন সু্যঃ ”। অর্থাৎ যদি ঘটক, ভিষক, ও স্তুতি পাঠকের মুখস্বরূপ গুহ না থাকিত তাহ হইলে বৈয়াকরণব্যাধ হইতে অশুদ্ধবাক্যস্বরূপ মৃগের কোথায় আর পলায়ন করিত ? ফলতঃ ইহারাই সৰ্ব্বদ অশুদ্ধ কহিয়া থাকে। এই হস্তিমুর্থ, ইহার

  • আলাপ্য জনের পরোক্ষে অন্য কোন ব্যক্তির সহিত সংলাপ | অন্যোন্যামন্ত্ৰণংযত্ত্ব জনাত্তেতজ্জনীত্তিক মিত্যালঙ্কারিকাঃ ।