পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩০ ) এসবেতে যবে বশ হইবে জামাই। আর কি থাকিবে তবে মুখের কামাই ॥ (চক্ষুরুন্মীলন করিয়া) এ কি, এতে বেলা হয়েছে, ও মা, কি হলো ? আজি আমার নানান কৰ্ম্ম । আজি কি এতো বেল পয্যন্ত ঘুমবার সময় ? কিন্তু ঘুমেরও দোষ নাই, সমস্ত রাত উযুগে সংযুগ কত্তে জেগে ছিলাম, যেমন ভোর বেলা পড়িচি অমনি মরে ঘূমিইচি, তাইতেই অনেক বেলা হয়েচে ; ত এখন আমি কি করি : অনেক কৰ্ম্ম । আগে কি অধিবাসের বরগুগল সাজাব, কি পাড়ার মেয়েদের মিনন্তন্ন কত্তে যাব ? কি অন্য কোন কৰ্ম্ম কবে ? (কিঞ্চিস্তাবিয়া) না এসব পরে হবে অাগে মেয়েদের ডেকে এসস্বাদ বলি, তাদের * বে, তারাও এখন টের পায়নি। লোকে বলে “ ওঠ ছুড়ি তোর বে ” আমার মেয়েদের কপালে তাই ঘটেছে। (উচ্চৈঃস্বরে) কোথা গে৷ মেয়ের সকল ? জাকুবি শাস্তুবি আর কমিনি কিশরি। এস২ কন্যাগণ সভে ত্বরা করি ॥ জাহ্লবী। যাই । শাস্তুবী। কেন মা ? কামিনী। ওমা এই যে আমি এইচ, কি মা ? ব্রাহ্মণী। ওগো, শুনসে গো তোরা শুনসে।