পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( \ర్సిరి ) তেমনি বল্লাল বলে “ কুলীন বামণের মেয়ের কপালে বে নাই,” তা দেখিস্থ সাবধান২ । ব্রাহ্মণী । বাছা, এখন কি বল্লাল আছে ? সে যে অনেক দিন মরেচে। শান্তৰী । সে মলে কি হবে মা ? তাচ্চেয়ে তার চেলা বড়, তারা মেলা বেড়াচ্চে, দেখিস । ব্রাহ্মণী । তোদের ভয় কি মা ? আমি কুল রক্ষা কৰ্বে কুলীন বর এসেচে। শাম্ভবী। (সবিষাদে ) ওমা তুই কি কুল রক্ষা কবি, তবে জাত রক্ষা কে কবে মা ? ব্রাহ্মণী । (অধোমুখে দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া) ওম শাস্তুবি তোর এ কথার উত্তর কি দিব ? তার নিমিত্তে আমি বলে ছিলাম গো, বলে ছিলাম, সেই মিন্সেরে, বলি “হেদে, ভাল বর দেখে মেয়ে গুলোর বে দিস’ তা বাছা, আমি বল্যে কি হবে ? সে কুল’ খোজে, বলে কুল থাকলেই সব থাকে। আরো দেক, মেয়েদের জাতরক্ষা প্রথমে, মা বাপ করে ; মা বাপ না করিলে, রাজা ; রাজাও যদি জাত রক্ষা না করে, তবে বিধাতা আপনিই রক্ষা করেন। তা বাছা, তোদের তারা কুলের গন্ধে অন্ধ রহিয়াছে ! এখনকার যে রাজা তিনি আবার প্রজার ধৰ্ম্মে হাত দেন না, অভাগ্যি আরকি ! পূৰ্ব্বে এক রাজা ছিল তার নাম - বল্লাল’ সে মিনসে সকলের জাত নষ্ট কত্যেই এই কাল কুলের স্বষ্টি করেচে, আর আমাদের জাত যায় বিধাতারও এ ইচ্ছে, সেইতে