পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৬ ) ব্রাহ্মণী। একবার ডাক দেখি বাছ তাকে । কামিনী । (পূৰ্ব্বমুখে) ওওও কিশরীইইই, কিশরীরেএএএ । ন মা, সে ডাক শুনলেন, তার এখন কণযনি আমারই আগে হোক তার পর তবে তার হবে। ব্রাহ্মণী । আঃ বাছ, ডাক অার একবার, ছোটো ভগ্নী হয়। কামিনী। (পুনৰ্ব্বার চীৎকার রবে) ওওও কিশরীইইই, কিশরীরেএএএ পোড়ারমুখী, শীঘ্রি আয়। [ কিশোরীর প্রবেশ ] কিশোরী। (সোৎসুকী) প্রফুল্ল বকুল ফুল গন্ধে অন্ধ অলিকুল অনুকুল মলয় পবন । প্রবোধ না মানে মন, সদা করে আকিঞ্চন, বল্লালির দিতে বিসর্জন । কুলে কালি দিয়ে কালী, বলে চলে যাব কালি, ঘটকালী কি করিবে আর । যৌবন অমূল্য ধন, করিব গে বিতরণ, নাহিভয় থাকিবে কাহার ॥ কেরে আমায় ডাকলে ? কামিনী। মা ডাকচে ।