পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 82 ) (গাত্রভঙ্গ করিয়া) যাই আবার ওবাড়িতে। [দেবলের প্রবেশ] দেবল। কে ও, নাপতেবে নাকি ? রসিক । ই ঠাকুরপো, আমিই বটে। দেবল। তবে এখন দেকতে পাইনে কেন ? রসিক । আর ভাই, দেকতে পারন তা দেকতে পাবে কি ? দেকতে পাত্তে, তবে অবিশ্যিই দেকতে পেতে । দেবল। (সহস্য মুখে) নাপতেবে, তোমারে দেকতে পারেন। এমন লোক কে ? রসিক । সেকি ভাই, কি বল্যে ? সকলে কি সকলকে দেবতে পারে ? কমল কোমল ফুল, মধুদানে অনুকুল দশদিক করে আমোদিত । পরাগে পরম শোভা, মধুকর মনোলোভা, হেরি যাহে চক্ষু চমকিত ॥ দোষাকর নিশাকর, লোকে কহে সুখকর, দুঃখাকর বলি আমি তাকে । কুমুদে আমোদ মানে, গুণ দোষ নাহি জানে, সেপদ্মেতে শতু ভাব রাখে | শুনলে ঠাকুরপে ? দেবল। হঁ৷ শুনলেম বটে, কিন্তু চন্দ্র তে পদ্মিনীকে