পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৪৩ ) মনের আমোদে মত্ত কোন কুলবালা । কর্ণমূলে পরিল সুবর্ণ কাণবালা ॥ কেহ কেরণপাত পরে কেহব চৌদানী । নাছিল পূৰ্ব্বেতে ইহা হয়েছে ইদানী ৷ শ্রবণযুগলে দোলে কাহার কুণ্ডল । হেরি শোভা চমকিত যুবক মণ্ডল ॥ ভালেতে শোভিছে ভাল কারে স্বর্ণস্মিতি । যাহা হেরি যুবজন গণের বিস্মৃতি । মুক্তাফলে শোভা পায় যাহার নাসিক ॥ বোধ হয় সেই নারী নিতান্ত রসিকা । কেহ করে পরে দিব্য সুবর্ণ বলয় । তড়িতে জড়িত যেন নব কিসলয় ॥ বাহুতে ধারণ করে কেহব কেয়ুর। হেরি সৌদামিনী বোধে হৰ্ষিত ময়ুর। কেহ কণ্ঠে পরে ডায়মোন কাটা চিক। দেখিতে অপূৰ্ব্ব যাহা করে চিকচিক্‌ ৷ পরিল গলেতে কেহ মণিময় হার । অম্বরে সমৃত তরু বাহিরে বাহার। রত্বের অঙ্গরী কেহ যত্ন করে পরে । আপন সম্পদ কিছু দেখাইতে পরে।