পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( (t) ) যশোদা । ভাই আমি গে কি কবে ? রড়ে মানুষ, ছোব না, নেপবে না। বিজয় । আচ্ছা চললে তবে আমরাই যাই । চপল । (উলু শব্দ করিয়া) বাজান লো, শাকট বাজ । চঞ্চল । (শঙ্খ বাদ্য করিয়া) বরণ্ডাল কোথা লে। ই কামিনী। চাইতে গিছিলামৃত বড়গিল্পী বল্যে “ এখন বেলা হয় নি, দিচ্চি এই সাজিয়ে গুজিয়ে, দাড়ী এটু” মোহিনী। ওলো, বড়গিলী আপনার বেল বুজতে পারে, মেয়েদের বেল তার বেলা হয় না, ন হোগগে । হেমলতা । এই নে লো, “ শ্রী ? নে । - ভামিনী। (করতালি দিয়া) ওম-অমি-কোথা-যাব ! এই কি “ শ্রী ’ । - চপল । নে বেনে, যেমন বরের - শ্রী” তেমনি শ্রীরও শ্ৰী, সকল বিশ্ৰী-কাণ্ড, তবে শ্রীর কি সুশ্রী হবে ? চল চল, আবার ঘরকন্ন আছে শীঘ্রিই জলসৈয়ে আসিগে। [কামিনী গণের জল সহিতে প্রস্থান । যশোদা । (দীর্ঘ নিশ্বাস ফেলিয়া, স্বগত) এই যে সকলেই গেল। যাবে না কেন ? ঈশ্বর যেতে দিচ্চেন তাই যাচ্চ্যে ! আমি যে আহ্নলাদ-আমোদ কবে তারতে যে নেই। যাই ঘরে যাই, এখানে দাঁড়িয়ে আর কি কর্বে ! (কিঞ্চিং গিয়) এই যে ফুলকুমার আশ্চে, যাবে বুঝি জলসৈতে। E 2