পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৫৩ ) ফুল। ন ঠানদিদি, তা না, তোকে বলিনে কেন, বলি বল্লিই তোর দুঃখ হবে, নাতনী২ করিস। যশোদা । আমাদের যখন যে দুঃখ হয় সম্পৰ্ক বুঝে বলে থাকি—বল্লিই ভাল, যত মনে রাক্বি ততই মন্দ, বলে ফেল্যে মন খোলস পায়—ত বলিস তো বল, কি রকম এলো, কি কল্যে ? ফুল। তবে শোন ঠানদিদি। কাপোড় কাচিতে গিয়া সমাচার পাই । লোকে বলে আসিতেছে ওদের জামাই ৷ সে কথা শুনিয়া ভাষি সুখের সাগরে । পথ না দেখিতে পাই অানন্দের ভরে ॥ থাকিল কাপড় কাচা সত্বর বাড়িতে । আসি পথে কত ভাব ভাবিতে২ ॥ বহুদিন পরে নাথ আসিল ভবনে । সাধিব মনের সাধ যত আছে মনে ॥ ভবনে সে পূর্ণ শশি দেখিয়া উদিত। নয়ন চকোর মোর হবে হরষিত ॥ উথলিবে প্রেম সিন্ধু সুখের সঞ্চার। দূরে যাবে দুঃখময় মহা অন্ধকার । মানস কুমুদ ফুটে হইবে প্রকাশ । নিৰ্ম্মল হইবে তবে হৃদয় আকাশ ৷ E $