পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৫৬ ) পেতে দিল বড় পিড়ি তাহায় বসিয়া । ইহ খায় উহা ফেলে নবাবি করিয়া ॥ অতঃপর বলিতে আমার বুক ফাটে । সেপারে বলিতে যেবা দড় আটেকাটে ॥ যামিনীতে একাকিনী শয়ন করিয়া । পতির ধ্যানেতে আছি নয়ন মুদিয়া ॥ কতক্ষণে প্রাণনাথ আসিবেন কাছে । কহিব সকল দুঃখ যত মনে আছে ৷ মনেই এই ৰূপ বাসনা করিয়া । কপট নিদ্রায় আছি নয়ন মুদিয়া ॥ কিছু পরে আসিলেন মোর প্রাণ কান্ত । তা হেরে অমনি হই মানিনী নিতান্ত ॥ দেখিয়া নিদ্রিতা মোরে পাষণ্ড পণমর । অনায়াসে ঢাকামেরে জাগায় সত্বর ॥ ইথে অভিমান আর ক্রোধ উপজিল । তবু সে বেহায় মিন্‌ষে কহিতে লাগিল ॥ শীঘু করি অর্থ মোর হাতে দেও আনি । নতুবা অনর্থ হবে বুঝ অনুমানি ॥ একথায় যদি মানভরে অামি থাকি । ভাবিলাম চলে যাবে দিয়া মোরে ফাকি ॥