পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૯૧ ) কত স্তব বিনয় করিয়া ধরি কর । তবু সে দুর্বাক্যবিষে করে জরজর ॥ শপথ করিনু কতো স্বপথে অানিতে । কুপথিক কোথা পায় সুপথ দেখিতে ॥ অবশেষে এই যুক্তি মনে করে স্থির । কাটুনাকাট। কড়ি যত করিনু বাহির । যা ছিল আমার পুজি দিলাম সকল । তথাপি অধিক দেও কহিল পাগল । তাতে কহিলাম নাথ তুমি জ্ঞানবান । কেন কর অধীনীরে এত অপমান ॥ কহ দেখি কোথা আছে বিধান এমন । পত্নীর নিকটে পতি লইবে বেতন ॥ ইহা শুনি গুণমণি ক্রোধেতে মহেশ । নারী হয়ে মোরে তুমি দেও উপদেশ ॥ এত বলি ক্রোধাভরে উঠিয়া চলিল । বাবার টেগলেতে গিয়া বিটেণল শুইল ॥ দরম। পাতিয়া তথা করিল শয়ন । মশাতে চাসাকে শিক্ষণ দিল বিলক্ষণ ॥ প্রভাতে চলিয়া গেল করে আতি রেশষ । অমৃতে উঠিল বিষ কপালেরি দোষ ॥