পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( (న) ) যশোদা । (হাস্যমুখে) ওকথা বলতে আছে? খাড়ু গণচটা হাতে আছে তবু ভাল । আর সে নাজ্জামাই শালাও আবার এই ফিরে আসে, রাগ করে কদিন থাকতে পাবে? (পথে একটা কুকুর দেখিয়া পরিহাসে) ঐলে নাতনি, ঐ, আবার ফিরে আশে । ফুল। (হাস্য মুখে ঠানদিদি, তোত্ত নেই, তা লোকে বলে “নাপেতে নাজ্জামাই ভাতার” তা তুই নেয। যশোদ । না ভাই, আমাত্তে নেই বটে, আমি ওরসে বঞ্চিত, তবে * পরেদ্ধনে ধোপার নাটে ” কণষ কি ? ফুল। ঠানুদিদি তোর আবার হয় এই, ও পাড়ায় শুনলেম রাড়ের বে? নাকি চলতি হবে ? তবেই তোর ডাণ্ড জলে পল্যে । যশোদা । (সবিযাদে) আর তাই, হবে হবেই শুঞ্চি, হয় কৈ ? অামি থাক্তে আর হবে ? অামার তেমন অদেষ্ট নয়, নাহেগ্ৰিগে, আর কযও নেই। এখন ঘরে যাই ভাই, বেলা হয়েচে । ফুল। আমিও আসতেম্ না, বড়গিনীর অনুরোধেই এলেম্ ; আমি বল্যেম জলসৈতে যেতে পারবোন, তা সে বলে “ না যাস ন যাবি তুই ঝালিঝড় বাটনে ” তা যাই, নাগেলে ভাল হয় না। [উভয়ের প্রস্থান । তৃতীয় অঙ্ক । ,