পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७२ ) তিনি আমায় বল্যে “ভোলা, তুই আজি নাত্তিরে ঘয্যtসনে, তোর দিদি ঠাগরুণীদের ব্য৷ ”। ধৰ্ম্ম। হা, হাঁ, শুভাচার্যের মুখে শুনিতে ছিলাম বটে, র্তার চারিট কন্যারি কি বিবাহ একবারে হবে ? ভোলা ৷ এজ্ঞে মোশাই। ধৰ্ম্ম । (স্বগত) এবারকার দক্ষিণার টাকায় ব্রাহ্মণীর নত গড়ান হবে। (প্রকাশে) তবে তুই যা, আমি পুঁথি লইয়া যাইতেছি। ভোলা । যেএজ্ঞে—মুই তবে যাই । [ভোলার প্রস্থান। ধৰ্ম্ম । একাকী যাওয়াটা ভাল হয় না, ছাত্রেরা কো থায় ? [তর্কবাগীশের প্রবেশ] এই যে তর্কবাগীশ বাফা, ওহে একবার আমার সহিত যাইতে পারিবে ? তর্ক। কোথায় যাইব ? - ধৰ্ম্ম । আমার যজমানের বাটতে বিবাহ, তুমি গেলে চাইল কলা সব আসে, যাও তবে এস । তর্ক। যে আজ্ঞা, চলুন তবে ; (পথে গমন) মহাশয় আজিতে বিবাহের দিন নাই ! ধৰ্ম্ম। বাপু হে, সে কথা আর কি জিজ্ঞাসা করিতেছ? আমার যজমান কুলপালক বাড়ুষ্যে, তিনি বল্লালকৃত