পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৬৫ ) কথা কহিতে ছিলাম ;–আপনার নিবাস কোথা মহাশয় ? অধৰ্ম্ম । শ্বশুরবাড়ি। ধৰ্ম্ম । শ্বশুরবাট নিবাস ইহা কেমন কহিলেন ? অধৰ্ম্ম। যেখানে থাক্তে হয় সেই নিবাস । ধৰ্ম্ম । আপনি কি ধৰ্ম্মশাস্ত্র ব্যবসায় করেন ? অধৰ্ম্ম । (সক্রোধে) আঃ আমি কি ডোম, যে ধৰ্ম্ম শাস্ত্র শিখে ধৰ্ম্মপণ্ডিত হব ? ধৰ্ম্ম । আপনি ক্রোধ করিবেন না, জিজ্ঞ সরে এমন রীতি আছে—লোকে করে থাকে, তায় ক্ষতি কি ? বলুন্না কেন কি ব্যবসায় করেন ? অধৰ্ম্ম । আমার বিবাহ ব্যবসা আর কি ব্যবসা ? ধৰ্ম্ম । বিবাহ ব্যবসায়ে কি দেহ যাত্রা নিৰ্বাহ হয় ? অধৰ্ম্ম । হা, হয়ে থাকে। মহারাজাধিরাজ বল্লাল সেন অমাদিগকে যে নিষ্কর তালুক দিয়া গেছেন তার হাজী শুকো নাই—তাতেই আমরা সুখে আছি। অামর “রাজারও রেয়েত নই, সেধেরও খাতক নই, ” অtপনি কি কুলনেচ্ছেলের বিষয় জানেন না ? ধৰ্ম্ম । ই জানি, বিশেষ জানি না, আপনার শ্বশুর বাটীতে কিরূপ থাকেন ? অধৰ্ম্ম । শ্বশুরবাড়ির সুখের কথা একমুখে কত কব । বরফী তুলিয়া হাতে দাতদিয়া কাটি। পায়স আঙুলে করে বসেবসে চাটি ॥ F 3