পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १७ ) উত্তম। তবে আমি প্রণাম করি (প্রণিপতি) বিবাহ। বাপু তুমি কে ? আমাকে প্রণাম করিতেছ। উত্তম । আমি মহাশয়ের পুত্র, আমার নাম উত্তম মুখোপাধ্যায়। বিবাহ। পুত্ৰ ! সে কি ? তুমি কাহার দৌহিত্র ? উত্তম। আমি বিমলাপুরের শ্রীযুক্ত কমল দ্যায়ালস্কার মহাশয়ের দৌহিত্র। বিবাহ। তবে যথার্থইতো বটে, এসই বাছা এস, (মস্তকে হস্তপণ ) উত্তম। আমি আজি কৃতাৰ্থ হইলাম— জন্মাবধি পিতৃ দর্শন পাই নাই। বিবাহ । (স্বগত) তুমি দর্শন পাবে কি তোমার মাও আমাকে কখন দেখে নাই—সেই শুভ দৃষ্টি মাত্রই যাহউক। কৈ, অধৰ্ম্মরুচি বাফ। এখন কোথায়,—কস্তাহয়েছে বলে বড় ভয় পেয়েছিলেন , দেখুন এসে আমার এক কালে কুড়ি বৎসরের ছেলে হয়েছে ! (প্রকাশে) ইঁ, আমারও আজি পরম আহলাদ– পুত্রের সহিত সাক্ষাৎ হইল । * উত্তম। মহাশয়ের শরীর ভাল আছে ? বিবাহ। হঁ বাপু । তোমাদের সকল মঙ্গল ? উত্তম। আজ্ঞা, শ্ৰীচরণ প্রসাদাৎ সকলই মঙ্গল। বিবাহ। (স্বগত) দূর হউক, আর সেথায় যাব না, (প্রকাশে) উত্তম,—বাপু তোমার সঙ্গে দেখা হয়ে ভাল হলো, সেথাকার সংবাদ পাইলাম, ཧཱ་ག་ আর যাইবার