পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १8 ) আবশ্বকতা কি ? তুমি যাও, আমার একটু বিশেষ প্রয়োজন আছে, তথায় যাই। উত্তম। না মহাশয়, আপনাকে যেতে হবে, চলুন। বিবাহ। কেন আর মিছে কৰ্ম্ম ভোগ ? সংবাদ তো পেলাম । উত্তম। না না, তা হবে না, যেতেই হবে। বিবাহ। কেন, তুমি এতে অকিঞ্চন করিতেছ কেন ? উত্তম। আজ্ঞে, আমি অকিঞ্চন করিতেছি তাহার কারণ অাছে । বিবাহ । কি নিমিত্ত বল, শুনি। উত্তম । মহাশয়, আজি তিন বৎসর হইল আমরা মহাশয়ের শরীরের অমঙ্গল সংবাদ পেয়েছিলাম, এখন বুঝিলাম সে সম্বাদ মিথ্যা ; কিন্তু তাহাতেই আমার মাতৃঠাকুরাণী বিধবা হইয়াছেন। অদ্য আপনকার সহিত আমার সাক্ষাৎ হইল, পরম সৌভাগ্যের বিষয়, আমি এই সম্বাদ বাটীর সকলকে জানাইলে তাহার বিশ্বাস করিবেন না, তাই মহাশয়কে এতে অকিঞ্চন স্বরিয়া লইয়া যাইতেছি –র্তাহারাও তুষ্ট হইবেন, মাতৃ ঠাকুরাণীরও বৈধব্য দূর হইবে। বিবাহ । (হাস্ত্যমুখে স্বগত) স্বামী স্ত্রীর সকলই দেখিতে পায়, কিন্তু বৈধব্যদশা কদাচ দর্শন করিতে পায় না, দেখ আমি কি ভাগ্যবান তাহাও স্বচক্ষে দেখিব,—হ অদৃষ্ট ! (প্রকাশে) চল বাপু তবে যাই । 's . [উভয়ের প্রস্থান।