পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १७ ) খাকু তাকে কাল সাপে, যে করেছে ঘটনা। মরণ হইলে হয় পোড়া প্রাণে কত সয়, যম গেছ যমালয়, একবার ডাক না ৷ আমিতো আর সহিতে পারিনে, বিধা যদি দিন দেয় তবেই দিন পাব ! যাই দেখি পুরুতের বাড়ি (পথিমধ্যে) এই যে পুরুত ঠাকুর, এই দিকেই অশেন। (নিকটে গিয়া প্রণাম করিয়া রোদনারম্ভ করিল) ধৰ্ম্ম । কেও ? হরির মা ? কেন মা রোদন করিতেছ। বালকের তো তাল আছে ? কেন মা ? নে ২ ? বড় রোদন করিতে লাগিলে, কিজদ্যে ? চক্রবৰ্ত্তি বাফ কি কিছু বলিয়াছেন । । গর্ভ। আমার আর কেউ নেই, আপনি রক্ষা করুন (চরণ ধারণ) ধৰ্ম্ম । কেন২ মা ? ছাড়হ, আমাকে যাহা বলিবে তাহাই করিব ;–বল কি করিতে হইবে ? গর্ভ। “ এবার যেন আমার এটী মেয়ে হয় ” এই সংকল্প করে কালি কিছু স্বস্তোন করবেন বলুন, নৈলে আমি তোমার কাছে স্ত্রীহত্য হব ! ধৰ্ম্ম। অবশ্ব করিব, এই বৈতে নয়, তাহার নিমিত্ত আর চরণ ধারণ কেন ? ছাড় । গভ। (চরণ ত্যাগ করিয়া) তবে আমি উযুগ, করি গে ?