পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৮৬ ) শিশু। (সরোদনে) আঁখ, তুইযে বলি কোত্তাকে ডাক, তবে আবার কোত্ত কে ? সুমতি । সেই তোদের তাকে । শিশু । (সাভিলাষে) ওমা আমাদের তাকে কি আছে মা, বলন মা, বল । সুমতি । কি দায় হলো ! এখানেও কেউ নাই যে বলে দেয় । - [উদর পরায়ণের প্রবেশ] উদর। (উদরে হস্তদিয়) কালেই সবগেল কি হইল ভাই । পূৰ্ব্বমত ফলার নয়নে দেখি নাই । থাকিত ঘরেতে মোর হাড়িপোর লুচি। খাইতেই তাহ হইত অরুচি ৮ দিন২ কতই জুটিত ফলার। এখন মণ্ডার গন্ধ আর মিল ভার ॥ এমন দুভাগাদেশে মারী ভয় নাই । ভাবি সদা কোথা গেলে আদ্য শ্রাদ্ধ পাই ॥ বিবাহের দফারফা বল্লালে করেছে। খাত পত্র যাহা ছিল হারিয়ে গিয়েছে। তাই আমি দৈয়ে হাটে ঘুরিয়া ঘুরিয়া । ফলার সন্ধান করি খুজিয়া২ ॥