পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণকর্ণামৃতং । سو (S دِ সত্যং সত্যং দুল্লাভং দৈবতেহপি ॥ ৫৫ ॥ বান, তে লীলাকটাক্ষাশ্চ মুচুল্লভ এব। এবঞ্চেত্তহি মুরতাস্তে যৎ তৎ সৌন্দৰ্য্যং কেলিবিশেষে সুবেশাং মাং দৃষ্ট যা সান্দ্রস্মিতন্ত্র; সাচাতি দুল্লা, ভৈৰ স্বাস্তদশায়াং তয়া সহ বিলসত স্তস্য তং সৰ্ব্বমিতি। বাহে তদ্বৈক্লব্যাৎ বিঠঠল-রঙ্গনাথাদি-দর্শনোপদেশিনঃ স্বান প্রত্যুক্তিঃ । দীব্যস্তীতি দেবtঃ জুনরায়ণাদয়ঃ স্বার্থে তন দৈবতেতি তৎসমূহেইপি । নম্ন তেহপি নিত্যকিশোর এব তথাহ তৎসাক্ষান্মস্মথত্ত্বেন বর্ণিতমিতি । অন্যৎ সমং ॥ ৫৫ ॥ পুনঃ পুনঃ সত্য করিয়৷ বলিতেছি যে, এ সমস্ত দেবগণেরও সুদুল্লভ ॥ ৫৫ ৷ - যদুনন্দনঠাকুরের পদ্য । তাহ হৈতে মৃদুল্লভ সরতান্ত শোভা । তাহ হৈতে স্থদুল্লভ সেই স্মিতলোভ ৷ কেলি বিশেষের লাগি মোরে নিজ বেশ। করয়ে দেখিতে তাহা দুল্লভ অশেষ ॥ তুমি কিবা এশুভ সকল প্রকাশহ । দর্শনের যোগ্য তুমি কভু তার নহ ॥ এতেক কহিতে হৈল স্ফক্টির সাক্ষাৎ । ভ্ৰম হৈয়। গেল। চিত্তে নাহিক সোয়াস্থ । সেই স্থলে অতিশয় নৈরাশা হইয়। পড়িলা পৃথিবী তলে মহামুচ্ছৰ্ণ পাঞা ॥ তাহা দেখি সখীগণ কহে ধৈর্য্যধর। এখনি আসিবে কৃপাসিন্ধু ভেঁছে। বড়। কতেক বিপদে তেঁহে রক্ষা নাহি কৈলা অকস্মাৎ কোন পথে দেখি বা আইলা ॥ এই সখী বাক্য শুনি সেই গুণগণ। গান করি পূর্ব কথা কহেন তখন ॥ বিষজলে রক্ষা কৈলে বাত বৃষ্টি হৈতে। দাবানলে রক্ষা কৈলে আর নানা ভীতে ॥ ইহা কহি সৰ্ব্ব পথ করে নিরীক্ষণে । গোবিন্দের সুপ্তি কথা কহে সগীগণে ॥ ৫৫ ॥