পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

34R কৃষ্ণকর্ণামৃতং । শিশিরমমৃতনাদে শীতলং দৃষ্টিপাতে। বিপুলমরুণনেত্রে বিশ্রুতং বেণুনাদে আলোকয়ে কদা দ্ৰক্ষ্যামীতাৰ্থঃ । কী শিং অথরবিশ্বে মধুত্ৰং মনহাসে मधूग१ অমৃত্তনাদে শিশিরং। দৃষ্টিপাতে শীতলং অরুণনেত্রে বিপুলং বেথুনাদে করেন, যাহার দৃষ্টিপাতে ত্রিজগৎ শীতল হয়, নিযি বিপুল ও অরুণবর্ণ নেত্রশালী তথা বেণুবাদ্য বিষয়ে বিখ্যাত এবং যিনি মরকত অর্থাৎ ইন্দ্ৰনীলমণির তুল্য যদুনন্দনঠাকুরের পদ্য। বন্ধুলী সুরঙ্গ জিনি, মধুর অধর বাণী, মৃদু নব পল্লব জিনিয়া। সদাই প্রফুল্ল অতি, যাহাতে মোহয়ে মতি, কবে নেত্র জুড়াবে দেখিয়া ॥ তাতে মন্দ মন্দ হালি, উগরে ভাস্থত রাশি তার মধু শোভা বিলক্ষণ । সদাই অধর তাতে, স্নান করে আবিরতে, তা দেখি জুড়াব কবে মন ॥ তাহাতে অমৃত বাণী, কর্ণ মন রসায়নী, অতিমিঞ্চ স্থমাধুরীময় । তাতে পরিহাসভঙ্গী, তরুণীর প্রাণসঙ্গী, কবে তা শুনিব কর্ণদ্বয় ॥ লোচন চাহনি তাতে, কত প্রেমময় যাতে, অতি স্থললিত সদা যেই। বঙ্কিম চাহনি আর, অপাঙ্গ ইঙ্গিতে তার, কবে তা খি দেখিব সদাই ॥ তাহাতে অরুণ অ'খি, বিপুল অtয়ত সাক্ষী, তাতে ঘন পক্ষের সুষমা। যাহা দেখি মাতে নারী, কে কহিবে সে মাধুরী, কবে সে দেখিব মনোরমা ॥ তাতে বেণু গান স্বধ, যে করে অমৃত মুধা, ব্রজনারী