পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৪ কৃষ্ণকর্ণামৃতং । রাধাপয়েtধরোৎসঙ্গশায়িনে শেষশায়িনে ॥ ৭৬ ৷ তৎপুঞ্জরূপায় নমোহস্তু। কীদ্বশে। রাধাপয়োধরোৎসঙ্গে শয়িতুং নিরস্তরং তন্নিকটে স্থাতুং শীলং যস্য তস্মৈ । তন্মাৎ গণমপ্যনপগতায়েত্যৰ্থ । পুনঃ পরিতে বীক্ষ্য সাশ্চর্য্যমাহ। তাদৃশায়াপ্যশেষেষু সমস্তগোপীগুনোংসঙ্গেযু শায়িনে তন্নিকটস্থিতায় । নন্বেকা কথমেতংসস্তবেদিতি বিমৃশন ব্রহ্মমোহনলীলাস্কৰ্যাগ্য নৈতদাশ্চর্যামিত্যাহ। একং সপাণিকরতলমিত্যাদি দিশা ধেনুপালিনে একেন স্বরূপেণৈবানন্তগোপালরূপায় অপি লোকপালিনে লোকাঃ অনন্তব্ৰহ্মাণ্ডানি তত্তদুপাস্য তত্তচতুভূজরূপেণ তত্ত্বৎপালিনে। কিম্বা। অকারো বিষ্ণু অস্য বিষ্ণোলোকা বৈকুণ্ঠলোকাস্তৎপালিনে ॥ ৭৬ ॥ শেষনাগের উপর শয়ন করিয়া থাকেন, যিনি ধেনু ও সমস্ত জগতের পালন কৰ্ত্ত,সেই কোন এক অনিৰ্ব্বচনীয় তেজকে নমস্কার করি ॥ ৭৬ ৷ - যদুনন্দনঠাকুরের পদ্য । তারে বহু বহু নতি করিব কি তাহে ॥ যদি কহ এক মত বহু গোপনারী । সবাসনে কেমনে বা রহয়ে বিহারি ॥ শুন কহি ব্ৰহ্মমোহি যার হেন লীলা । এক দেহে গোপচয় বংসচয় হৈলা ॥ আর শুন কহি পুনঃ লোকপাল নাম । যে অনন্ত ব্ৰহ্ম তাণ্ড পালে তার ধাম ॥ বৈকুণ্ঠেত বিষ্ণুমত সে বৈকুণ্ঠলোক। সদা পালে সৰ্ব্বকালে হেন যে যশ্লোক ॥ তার বহু গোপবধু-সঙ্গে বহু দেহে । সুবিলাস পরিহাস কি কাজ সন্দেহে ৷ কহিতেই দেখে সেই গোবিন্দের অঙ্গ । গোপী-কুচ-কুঙ্কুমেতে চর্চিত সুরঙ্গ । বেণু বায় অঙ্গ-ছায় নাচে মনোহর। সবিস্ময়ে দেখি কহে পড়ি শ্লোকবর ॥ ৭৬ ॥