পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । 蜂

  • কৃষ্ণকর্ণামৃত অতি প্রাচীন গ্রন্থ, ইহা এতদ্দেশে ছিল না, শ্ৰীমন্মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিয়। যখন দক্ষিণদেশে তীর্থপৰ্য্যটনে গমন করেন সেই সময়ে এই গ্ৰন্থখানি আনয়ন করিয়া ছিলেন, ইহার রচনার পরিপাটী অতীব উৎকৃষ্ট । শ্ৰীমন্মহাপ্রভু স্বরূপ ও রামানন্দের সহিত এই গ্ৰন্থখানির নিরন্তর নির্জনে অস্বিাদন করিতেন, এই গ্রন্থের যে রূপ নাম বর্ণনাও তদ্রুপ, ইহ। শ্রবণে কৰ্ণ পরিতৃপ্ত হয়, ভক্তগণ ইহার অস্বিাদনে আনন্দlনুভব করিয়া থাকেন, বহুকালtবধি এই গ্রন্থ-প্রকাশে অামার অভিলাষ ছিল, সমুদায় কাৰ্য্য অর্থসাধ্য একারণ শীঘ্ৰ সম্পন্ন করিতে পারি নাই । সম্প্রতি শ্ৰীহট্ট কানাইবাজার মৈনাগ্রামনিবাসী শ্ৰীযুক্ত বাবু রাজীবলোচন দাস মহাশয় অর্থ সাহায্য বিষয়ে অগ্রসর হইয়। অামাকে প্রকাশিত ও মুদ্রিতকরণে অনুরোধ করেন । বেtধ করি শ্ৰীশ্ৰীমন্মহাপ্রভু তাহার প্রতি দয়। কয়িয়া থাকিবেন, নতুবা অর্থব্যয়-সাধ্য কার্য্যে প্রবৃত্ত হইবেন কেন ? । ভারতবর্ষে বহু বহু ধনাঢ্য ব্যক্তি আছেন কাহাকেও ভাগবতধৰ্ম্মের প্রচার বিষয়ে উন্মুখ দেখিতেছি না । অতএব বৈষ্ণবগণ সকলেই এই গ্রস্থ পাঠ করিয়৷ শ্ৰীযুক্ত রাজীবলোচন দাস মহাশয়কে আশীৰ্ব্বাদ করুন, তাহার যেন শ্ৰীশ্ৰীগৌরাঙ্গদেবের প্রতি স্থিরতর ভক্তির উদয় হয় এবং তিনি যেন

পঞ্চমপুরুষাৰ্থ কৃষ্ণপ্রেম লাভ করেন ইতি ॥ শ্রীরামনারায়ণ বিদ্যfরত্ন । বহরমপুর, রাধারমণ যন্ত্র।