পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कfड' করিতে কছিলেন, “আমিও কল্য সমুদায় পরিত্যাগ করিয়া ভগবান ঐকৃষ্ণেরই ভজন করিব।” এই চিস্তায় উল্পিদ্র হইলেন এবং চিন্তামণির গীত শ্রবণ মাত্রে তাহার স্বীয় পুৰ্ব্বসিদ্ধ প্রেমাঙ্কুর স্মৃতিপথে উদিত হওয়ায়, তখন তিনি স্ত্রীরাধাকান্তকে আপনার কোটি কোটি প্রাণ অপেক্ষ প্রিয়তম বুলিয়। মান্য করত প্রাতঃকালে চিস্তামণিকে প্রণাম করিয়া যে পথে অসিয়া ছিলেন সেই পথে ঐ কৃষ্ণবেণু নদীতীরস্থ “সোমগিরি”নামক বৈষ্ণব শ্রেষ্ঠের নিকট গিয়। আপনার বৃত্তান্ত নিবেদন করিলে তিনি তাহাকে শ্ৰীমদেগাপাল মন্ত্ররাজ প্রদান করিলেন। বিশ্বমঙ্গল মন্ত্রগ্রহণমাত্রে প্রোর্বুদ্ধ অম্বুরাগ, কম্প, অশ্ব ও পুলকাদিতে আকুল হইয়৷ শ্ৰীবৃন্দাবন গমনবিষয়ে উৎকণ্ঠীসত্ত্বেও গুরুসেবার নিমিত্ত কতিপয় দিবস সেই স্থানেই অবস্থিতি করিলেন এবং সে স্থানে থাকিয়৷ শ্ৰীকৃষ্ণের লীলাদি বর্ণনময় গ্রন্থ সকল রচনা করিতে লাগিলেন। বহুবিধগ্রন্থে পাণ্ডিত্য দেখিয়া গিরি মহাশয় বিশ্বমঙ্গলকে"লীলtশুক”এই আখ্যা প্রদান করেন। তদনন্তর বিল্বমঙ্গল অতিশয় উৎকণ্ঠায় ঐ গুরুদেবকে নিবেদন করিয়৷ শ্ৰীবৃন্দাবনে যাত্রা করিলেন। গমন করিতে করিতে পথে পথে শ্ৰীকৃষ্ণের দুৰ্বিসমুচ্ছলিত প্রেমপ্রবাহজনিত উৎকণ্ঠাতরঙ্গে পতিত হইলেন, তাহাতে আপনাকে শূন্য জ্ঞান করিয়া তত্তল্লীলাবিশিষ্ট শ্ৰীকৃষ্ণের ক্ষৰ্বি প্রার্থনা করত মথুরামণ্ডল হইতে আগত লীলা বিশেষের ফর্তি হওয়াতে তদ্বারা উচ্ছলিত অনুরাগসিন্ধু-জনিত উদগত লালসারূপ গৰ্ত্তে পতিত হইলেন এবং শ্ৰীকৃষ্ণের দর্শন প্রার্থনা করত তথা হইতে মথুরায় আসিয়া উপস্থিত হইলেন। তৎপরে শ্ৰীকৃষ্ণের স্ফৰ্ত্তিতে র্তাহাকে সাক্ষাৎকার মানিয়া মথুর হইতে বৃন্দাবনে আগমন পূর্বক শ্ৰীকৃষ্ণকে সাক্ষাং দর্শন করিয়া বাক্যমনের অগোচরক্কপে তাহাকে বর্ণন করিতে করিতে যাহা যাহা প্রলীপ করিয়াছিলেন সেই সমুদায় তাহার সঙ্গতিক্রমে তখনি তাহার সঙ্গের বৈষ্ণবগণ লিখির রাখিয়াছিলেন। তদনন্তর কিছু দিন বৃন্দাবনে বাস করিলেন, পরে ঐকৃষ্ণ লীলtশুককে আপনার লীলার মধ্যে প্রবেশ করান। গ্রন্থকৰ্ত্তার এই বিবরণ গুরুপরম্পরা প্রাপ্ত এবং ইহ সৰ্ব্বলোক প্রসিদ্ধ। এই কৃষ্ণকর্ণামৃত খtণীকে “কোষকাব্য’ বলা যtয়, কারণ ইহার শ্লোক গুলি প্রত্যেকই বিভিন্ন ভাবের, পূৰ্ব্বাপর অদম্বদ্ধ। “কোযঃ শ্লোকসমূহৈস্ত স্যাদন্যোন্যানপেক্ষক। ব্রজ্যাক্রমেণ রচিত; যা এবtতিমলেরিয়;" | ইতি সাহিত্যদর্পণে ॥