পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झ्ककारख्ब डल्लेख *ोरबान हब्शयन भाषबाण बचावडेक्षकहब গুণি কুস্থিলেন। ঔষধসেবন এখন বৃথা। যামিনীকে বলিলেন, “আর ঔষধ খাওয়া। ইবেঃ -সম্মুখে ফাল্গুন মাস-ফাল্গুন মাসের পূর্ণিমার রাত্রে যেন মরি। দেখি দিদি যেন কান্ধনের পূর্ণিমার রাত্রি পলাইয়া যায় না। যদি দেখিয় যে, পূর্ণিমার রাত্রি পার হই– । তবে জামায় একটা অস্তরটিপনি দিতে ভূলিস না। রোগে হউক, অন্তরটিপনিতে হউক্— ফাঙ্কনের জ্যোৎস্নারাত্রে মরিতে হইবে। মনে থাকে যেন দিদি।” x যামিনী কালি, কিন্তু ভ্রমর আর ঔষধ খাইল না। ঔষধ খায় ন, রোগের শান্তি নাই –কিন্তু ভ্রমর দিন দিন প্রফুল্লচিত্ত হইতে লাগিল। এত দিনের পর ভ্রমর আবার হাসি তামাসা আরম্ভ করিল—ছয় বৎসরের পর এই প্রথম হাসি তামাসা । নিবিবার আগে প্রদীপ হাসিল। যত দিন যাইতে লাগিল—অন্তিম কাল দিনে দিনে যত নিকট হইতে লাগিল—প্রমর তত স্থির, প্রফুল্প, হাস্যমূৰ্ত্তি। শেষে সেই ভয়ঙ্কর শেষ দিন উপস্থিত হইল। ভ্রমর পৌরজনের চাঞ্চল এবং যামিনীর কান্না দেখিয়া বুঝিলেন, আজ বুঝি দিন ফুরাইল। শরীরের যন্ত্রণায়ও সেইরূপ অমৃভূত করিলেন। তখন ভ্রমর যামিনীকে বলিলেন, “আজ শেষ দিন ।” - যামিনী কাদিল। ভ্রমর বলিল, “দিদি—আজ শেষ দিন--আমার কিছু ভিক্ষা আছে --কথা রাখিও ।” যামিনী কঁাদিতে লাগিল—কথা কহিল না। " ভ্রমর বলিল, “আমার এক ভিক্ষা ; আজ কাদিও না |-আমি মরিলে পর র্কাদিও— আমি বারণ করিতে আসিব না—কিন্তু আজ তোমাদের সঙ্গে যে কয়েকটা কথা কইতে পারি, নিৰ্ব্বিঘ্নে কহিয়া মরিব, সাধ করিতেছে।” যামিনী চক্ষের জল মুছিয়া কাছে বসিল—কিন্তু অবরুদ্ধ বাপে আর কথা কহিতে পারিল না । - - ভ্রমর বলিতে লাগিল, “আর একটি ভিক্ষা–তুমি ছাড়া আর কেহ এখানে না আসে । সময়ে সকলের সঙ্গে সাক্ষাৎ করিব—কিন্তু এখন আর কেহ না আসে। তোমার সঙ্গে আর কথা কহিতে পাব না ’ । *- - ৰামিনী আর কতক্ষণ কান্না রাখিৰে । - ক্রমে রাত্রি হইতে লাগিল। ভ্রমর জিজ্ঞাসা করিলেন, “দিদি, রাত্রি কি জ্যোৎস্ন fo যামিনী জানেল খুলিয়া দেখিয়া বলিল, “দিব্য জ্যোৎস্না উঠিয়াছে।”