পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- প্রথম খণ্ড-তৃতীয় পরিচ্ছেদ § রোহিণী চুপ করিয়া মাটি পানে চাহিয়া রহিল। হরলাল বলিল, “সেই দিন, যে দিন তুমি গঙ্গাস্নান করিয়া আসিতে, যাত্রীদিগের দলছাড়া হইয়া পিছাইয়া পড়িয়াছিলে মনে পড়ে ?” রোহিণী । ( বঁ হাতের চারিটি আঙ্গুল দাইন হাতে ধরিয়া অধোবদনে) মনে পড়ে। হর। যে দিন তুমি পথ হারাইয়া মাঠে পড়িয়াছিলে, মনে পড়ে ? রো। পড়ে। হর। যে দিন মাঠে তোমার রাত্রি হইল, তুমি এক ; জনকত বদমাস তোমার সঙ্গ নিল—মনে পড়ে ? রো। পড়ে। - হর । সে দিন কে তোমায় রক্ষা করিয়াছিল ? রো। তুমি । তুমি ঘোড়ার উপরে সেই মাঠ দিয়া কোথায় যাইতেছিলে— হর। শালীর বাড়ী। - রো। তুমি দেখিতে পাইয়া আমায় রক্ষা করিলে—আমায় পান্ধি বেহার করিয়া বাড়ী পাঠাইয়া দিলে। মনে পড়ে বই কি। সে ঋণ আমি কখনও পরিশোধ করিতে পারিব না। হর । আজ সে ঋণ পরিশোধ করিতে পার—তার উপর আমায় জন্মের মত কিনিয়া রাখিতে পার, করিবে ? রে। কি বলুন—আমি প্রাণ দিয়াও আপনার উপকার করিব। হর। কর না কর, এ কথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না । রে। প্রাণ থাকিতে নয় । হর । দিব্য কর । | - - রোহিণী দিব্য করিল। - - তখন হরলাল কৃষ্ণকাস্তের আসল উইল ও জাল উইলের কথা বুঝাইয়া বলিল। শেষ । বলিল, “সেই আসল উইল চুরি করিয়া, জাল উইল তাহার বদলে রাখিয়া আসিতে হইবে। আমাদের বাড়ীতে তোমার যাতায়াত আছে। তুমি বুদ্ধিমতী, তুমি অনায়াসে পার। আমার জন্য ইহা করিবে ?” রোহিণী শিহরিল। বলিল, “চুরি। আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না।” इत्र । बौलांक ७भन अनाब्रहे बर्फ़-कथात्र ब्रानि भाछ । अहे बूबि ७ जब इमि । আমার ঋণ পরিশোধ করিতে পারবে না। । ९ o