পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७धंथभ थ७-बॉण* श्रीब्रिटम्झन Hද রো। আসল উইল রাখিয়া, জাল উইল চুরি করিবার জন্ত । গো । কেন ? জাল উইলে কি ছিল ? রে। বড় বাবুর বার আনা—আপনার এক পাই। - গো । কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে ? আমি ত কোন অনুরোধ করি নাই । রোহিণী কাদিতে লাগিল। বহু কষ্টে রোন সংবরণ করিয়া বলিল, “না—অনুরোধ করেন নাই—কিন্তু যাহা আমি ইহজন্মে কখনও পাই নাই—যাহা ইহজন্মে আর কখনও পাইব না—আপনি আমাকে তাহ দিয়াছিলেন।” গে। কি সে রোহিণি ? : - রো। সেই বারুণী পুকুরের তীরে, মনে করুন। গে। কি রোহিণি ? w রো। কি ? ইহজন্মে আমি বলিতে পারিব না— কি। আর কিছু বলিবেন না। এ রোগের চিকিৎসা নাই—আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে খাইতাম । কিন্তু সে আপনার বাড়ীতে নহে । আপনি আমার অন্য উপকার করিতে পারেন না-কিন্তু এক উপকার করিতে পারেন —একবার ছাড়িয়া দিন, কাদিয়া আসি। তার পর যদি আমি বঁাচিয়া থাকি, তবে না হয়, আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশছাড়া করিয়া দিবেন। - গোবিন্দলাল বুঝিলেন। দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন, যে মন্ত্রে ভ্রমর মুখ, এ ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। র্তাহার আহ্নাদ হইল না-রাগও হইল না—সমুদ্রবং সে হৃদয়, তাহ উদ্বেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। বলিলেন, “রোহিনি, মৃত্যুই বোধ হয় তোমার ভাল, কিন্তু মরণে কাজ নাই। সকলেই কাজ করিতে এ সংসারে আসিয়াছি। আপনার আপনার কাজ না করিয়া মরিব কেন ?” গোবিন্দলাল ইতস্ততঃ করিতে লাগিলেন। রোহিণী বলিল, “বলুন না ?” গো । তোমাকে এ দেশ ত্যাগ করিয়া যাইতে হইবে । রো। কেন ? - গো । তুমি আপনিই ত বলিতেছিলে, তুমি এ দেশ ত্যাগ করিতে চাও । রে। । আমি বলিতেছিলাম লজ্জায়, আপনি বলেন কেন ? - গে। তোমায় আমায় আর দেখা শুনা না হয়।