পাতা:কৃষ্ণচরিত্র.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. o ཙཱ་ཨོཾ་ཧཱུ། ག༠ না পৰিছো নাৱৰাবাস-স্তম্ভৰ খাবলগাঙ্কাৰ खैश्चािशु २७: चक्षास्गांश्rंौ ; ऊँश्च शiशत्र तष्ठि! न। কৰে: BB BBD DD BB BBB BBDD BBBS BB BBBB BBBB BBB BB BBB BBB L BBDS SBB BBB BB BBBB BDD BBBD DD BBBB BBBBBS BBB BBBB BBBB BBBS স্বত্বং, কিন্তু ঐ দুই জনের মধ্যে এক জনকে স্নেহ করিলে অন্তের ক্ৰোধোদীপন হয় ; স্বতরাং আমি কাহারই প্রতি দেহ প্রকাশ কৰি না। আর নিতান্ত সোঁহা বশত উহাদিগকে পরিত্যাগ করাও কঠিন। অতঃপর আমি এই স্থির করিলাম যে, আহুক ও অন্ধুর যাহার পক্ষ, তাহার দুঃখের পরিসীমা নাই, জার তাহারা যাহার পক্ষ নহেন, তাহা অপেক্ষাও দুঃখী আর কেহই নাই। যাহা হউক, এক্ষণে আমি দূতকারী সহোদরদ্বয়ের মাতার স্থায় উভয়েরই জয় প্রার্থনা করিতেছি। হে নারদ । আমি ঐ ছুই মিত্রকে জায়ণ্ড । করিবার নিমিত্ত এইরূপ কষ্ট পাইতেছি।” এই কথার উদাহরণস্বরূপ স্বমস্তক মণির বৃত্তান্ত পাঠককে উপহার দিতে ইচ্ছা করি । । স্তমস্তক মণির বৃত্তান্ত অতিপ্রকৃত পরিপূর্ণ। অতিপ্রকৃত অংশ বাদ দিলে যেটুকু থাকিবে, তাহাও কত দূর সত্য, বলা যায় না। যাহা হউক, স্থল বৃত্তান্ত পাঠককে শুনাইতেছি । , সত্রাজিত নামে এক জন যাদব দ্বারকায় বাস করিতেন। তিনি একটি অতি উজ্জল সৰ্ব্বজনলোভনীয় মণি প্রাপ্ত হইয়াছিলেন । মণির নাম স্তমস্তক। কৃষ্ণ সেই মণি দেখিয়া বিবেচনা করিয়াছিলেন যে, ইহা যাদবাধিপতি উগ্রসেনেরই যোগ্য। কিন্তু জ্ঞাতিবিরোধ-ভয়ে সত্রাজিতের নিকট মণি প্রার্থনা করেন নাই। কিন্তু সত্রাজিত মনে ভয় করিলেন যে, কৃষ্ণ এই মণি চাহিবেন । চাহিলে তিনি রাখিতে পারিবেন না, এই ভয়ে মণি তিনি নিজে ধারণ না করিয়া আপনার ভ্রাতা প্রসেনকে দিয়াছিলেন । প্রসেন সেই মণি ধারণ করিয়া এক দিন মৃগয়ায় গিয়াছিলেন । বনমধ্যে একটা সিংহ তাহাকে হত করিয়া সেই মণি মুখে করিয়া লইয়া চলিয়া যায়। জাম্ববান সিংহকে হত করিয়া সেই মণি গ্রহণ করে । জাম্ববান একটা ভল্লুক। কথিত আছে যে, সে দ্বাপরযুগে রামের বানরসেনার মধ্যে থাকিয়া রামের পক্ষে যুদ্ধ করিয়াছিল। এ দিকে প্রসেন নিহত এবং মণি অস্তৰ্হিত জানিতে পারিয়া দ্বারকাবাসী লোকে এইরূপ সন্দেহ করিল যে, কৃষ্ণের যখন এই মণি লইবার ইচ্ছা ছিল, তখন তিনিই প্রসেনকে মারিয়া মণি গ্রহণ করিয়া থাকিবেন। এইরূপ লোকাপবাদ কৃষ্ণের অসহ্য হওয়ায় তিনি মণির সন্ধানে বহির্গত হইলেন । যেখানে প্রসেনের মৃতদেহ দেখিলেন, সেইখানে সিংহের পদচিহ্ন দেখিতে পাইলেন । তাহ৷ সকলকে দেখাইয়া আপনার কলঙ্ক অপনীত করিলেন । পরে সিংহের পদচিহ্নামুসরণ করিয়া ভল্লুকের পদচিহ্ন দেখিতে পাইলেন। সেই পদচিহ্ন ধরিয়া গর্ভের মধ্যে প্রবেশ করিলেন। তথায় জাম্ববানের পুত্রপালিকা ধাত্রীর হস্তে সেই