পাতা:কৃষ্ণচরিত্র.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্তমস্তক মণি দেখিতে পাইলেন। পরে জাম্ববানের সঙ্গে যুদ্ধ করিয়া তাঁহাকে পরাক্তৰ । করিলেন। তখন জাম্ববান ঠাহীকে স্যমন্তক মণি দিল, এবং আপনার কস্তা জাম্ববতীকে . কৃষ্ণে সম্প্রদান করিল। কৃষ্ণ মণি লইয়া দ্বারকায় আসিয়া মণি সরাজিতকেই প্রত্যঙ্গণ ৷ করিলেন। তিনি পরস্ব কামনা করিতেন না । কিন্তু সত্রাজিত, কৃষ্ণের উপর অভূতপূৰ্ব্ব কলঙ্ক আরোপিত করিয়াছিলেন, এই ভয়ে ভীত হইয়া, কৃষ্ণের তুষ্টিসাধনাৰ্থ আপনার কঙ্গ সত্যভামাকে কৃষ্ণে সম্প্রদান করিলেন । সত্যভামা সৰ্ব্বজনপ্রার্থনীয় রূপবতী কস্তা ছিলেন। এজন্য তিন জন প্রধান যাদব, অর্থাৎ শতধন্থ, মহাবীর কৃতবৰ্ম্ম এবং কৃষ্ণের পরমু ভক্ত ও সুহৃৎ অঙ্কুর ঐ কঙ্কাকে কামনা করিয়াছিলেন। এক্ষণে সত্যভামা কৃষ্ণে সম্প্রদত্ত হওয়ায় তাহারা আপনাদিগকে অত্যন্ত অপমানিত বিবেচনা করিলেন এবং সত্রাজিতের বধের জন্ত ষড়যন্ত্র করিলেন । অঙ্কুর ও কৃতবৰ্ম্ম শতধশ্বাকে পরামর্শ দিলেন । যে, তুমি সত্রাজিতকে বধ করিয়া তাহার মণি চুরি কর। কৃষ্ণ তোমাদের যদি বিরুদ্ধাচরণ করেন, তাহ হইলে, আমরা তোমার সাহায্য করিব। শতধন্বা সম্মত হইয়া কদাচিৎ কৃষ্ণ বারণাবতে গমন করিলে, সত্রাজিতকে নিদ্রিত অবস্থায় বিনাশ করিয়া মণি চুরি করিলেন। সত্যভামা পিতৃবধে শোকাতুর হইয়া কৃষ্ণের নিকট নালিশ করিলেন। কৃষ্ণ তখন দ্বারকায় প্রত্যাগমন করিয়া, বলরামকে সঙ্গে লইয়া, শতধন্বার বধে উদ্যোগী হইলেন । শুনিয়া শতধন্থা কৃতবৰ্ম্মী ও অকুরের সাহায্য প্রার্থনা করিলেন। তাহার। কৃষ্ণ বলরামের সহিত শত্রুত করিতে অস্বীকৃত হইলেন। তখন শতধন্ধ। অগত্য অঙ্কুরকে মণি দিয়া দ্রুতগামী ঘোটকে আরোহণপূর্বক পলায়ন করিলেন। কৃষ্ণ বলরাম রথে যাইতেছিলেন, রথ ঘোটককে ধরিতে পারিল না । শতধন্বার অশ্বিনীও পথক্লাস্ত হইয়া প্রাণত্যাগ করিল। শতধন্থ। তখন পাদচারে পলায়ন করিতে লাগিল। হায়যুদ্ধপরায়ণ কৃষ্ণ তখন রথে বলরামকে রাখিয়া স্বয়ং পাদচারে শতধন্থার পশ্চাৎ ধাবিত হইলেন। কৃষ্ণ দুই ক্রোশ গিয়া শতধন্বার মস্তকচ্ছেদন করিলেন । কিন্তু মণি র্তাহার নিকট পাইলেন না । ফিরিয়া আসিয়া বলরামকে এই কথা বলিলে বলরাম তাহার কথায় বিশ্বাস করিলেন না। ভাবিলেন, মণির ভাগে বলরামকে বঞ্চিত করিবার জন্য কৃষ্ণ মিথ্যা কথা বলিতেছেন । বলরাম বলিলেন, “ধিক তোমায় ! তুমি এমন অর্থলোভী ! এই পথ আছে, তুমি দ্বারকায় চলিয়া যাও ; আমি আর দ্বারকায় যাইব ন৷ ” এই বলিয়া তিনি কৃষ্ণকে ত্যাগ করিয়া বিদেহ নগরে গিয়া তিন বৎসর বাস করিলেন। এদিকে অকুরও স্বারকা ত্যাগ