পাতা:কৃষ্ণচরিত্র.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શ્નર: | : *If | বিষ্ণুপুরাণের ৩২ অধ্যায়ে তাতিরিক্ত পাওয়া যায়, শৈব্য। তাহার নাম উপরে লেখা আছে । তার পর হরিবংশের প্রথম তালিকা ১১৮ অধ্যায়ে, ইহা ছাড়া নূতন নাম নাই, কিন্তু ১৬২ অধ্যায়ে নূতন পাওয়া যায় । , , . (১৩) স্বদত্ত। • • za* ** - *,* (১৪) পৌরবী। ' ' ( ১৫ ) স্বভামা । এবং ঐ অধ্যায়ে সন্তানগণনায় পাই, r Taitية ( وهالا ) ( ১৭ ) উপাসঙ্গ । (১৮) কৌশিকী । ( ১৯ ) সুতসোমা । { ২০ ) যৌধিষ্ঠিরী । এবং সত্যভামার বিবাহকালে কৃষ্ণে সম্প্রদত্ত, ( ২১ ) ব্ৰতিনী । ( ২২ ) প্রস্থাপিনী । আট জনের জায়গায় ২২ জন পাওয়া গেল। উপন্যাসকারদিগের খুব হাত চলিয়াছিল, এ কথা স্পষ্ট । ইহার মধ্যে ১৩ হইতে ২২ কেবল হরিবংশে আছে । এই জন্য ঐ ১০ জনকে ত্যাগ করা যাইতে পারে । তবু থাকে ১২ জন। গান্ধারী ও হৈমবতীর নাম মহাভারতের মৌসলপৰ্ব্ব ভিন্ন আর কোথাও পাওয়া যায় না। মৌসলপৰ্ব্ব যে মহাভারতে প্রক্ষিপ্ত, তাহ। পরে দেখাইব । এজন্য এই দুই নামও পরিত্যাগ করা যাইতে পারে । বাকি থাকে ১০ জন । জাম্ববতীর নাম বিষ্ণুপুরাণের ২৮ অধ্যায়ে এইরূপ লেখা আছে,— “দেবী জাম্ববর্তী চাপি রোহিণী কামরূপিণী।” হরিবংশে এইরূপ,— “হতা জাম্ববতশ্চাপি রোহিণী কামরূপিণী।” ইহার অর্থে যদি বুঝা যায়, জাম্ববৎসুতাই রোহিণী, তাহ হইলে অর্থ অসঙ্গত হয় না, বরং সেই অর্থই সঙ্গত বোধ হয় । অতএব জাম্ববতী ও রোহিণী একই । বাকি থাকিল ৮ জন ।