পাতা:কৃষ্ণচরিত্র.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- *密 - চতুর্থ খণ্ডঃ সপ্তম পরিচ্ছেদ কৃষ্ণ-জরাসন্ধ-সংবাদ " . عهد SS S BB BD BBB BB BBSBBBBBB BB BBBB BBBB BBS BBB BB BBS নির্দোষী অথচ প্ৰপীড়িত রাজগণের উদ্ধারই তাহার উদেশ্ব। তিনি জরাসন্ধকে অনেক বুঝাইয়া পরে বলিলেন, “আমি বস্থদেৰনন্দন কৃষ্ণ, আর এই হই বীরপুরুষ পাণ্ডুতনয়। আমরা তোমাকে যুদ্ধে আহবান করিতেছি, এক্ষণে হয় সমস্ত ভূপতিগণকে পরিত্যাগ কর, না হয় যুদ্ধ করিয়া যমালয়ে গমন কর।” অতএব জরাসন্ধ রাজগণকে ছাড়িয়া দিলে, কৃষ্ণ তাহাকে নিষ্কৃতি দিতেন। জরাসন্ধ তাহাতে সন্মত না হইয়া যুদ্ধ করিতে চাহিলেন, স্বতরাং যুদ্ধই হইল। জরাসন্ধ যুদ্ধ ভিন্ন অন্য কোনরূপ বিচারে যাথার্থ স্বীকার করিবার পাঞ্জ ছিলেন না । ” দ্বিতীয় উত্তর এই যে, যিশু বা বুদ্ধের জীবনীতে যতটা পতিতোদ্ধারের চেষ্টা দেখি, কুষ্ণের জীবনে ততটা দেখি না, ইহা স্বীকার্য্য । যিশু বা শাক্যের ব্যবসায়ই ধৰ্ম্মপ্রচার । কৃষ্ণ ধৰ্ম্মপ্রচার করিয়াছেন বটে, কিন্তু ধৰ্ম্মপ্রচার তাহার ব্যবসায় নহে ; সেটা অাদর্শ পুরুষের আদর্শজীবননিৰ্ব্বাহের আমুষঙ্গিক ফল মাত্র । কথাট। এই রকম করিয়া বলাতে কেহই ন মনে করেন যে, যিশুখ্রিষ্ট বা শাক্যসিংহের, বা ধৰ্ম্মপ্রচার ব্যবসায়ের কিছুমাত্র লাঘব করিতে ইচ্ছা করি । যিশু এবং শাক্য উভয়কেই আমি মনুষ্যশ্রেষ্ঠ বলিয়া ভক্তি করি, এবং তাহাদের চরিত্র আলোচনা করিয়া তাহাতে জ্ঞানলাভ করিবার ভরসা করি । ধৰ্ম্মপ্রচারকের ব্যবসায় ( ব্যবসায় অর্থে এখানে যে কৰ্ম্মের অনুষ্ঠানে আমরা সৰ্ব্বদা প্রবৃত্ত ) আর সকল ব্যবসায় হইতে শ্রেষ্ঠ বলিয়া জানি । কিন্তু যিনি আদর্শ মনুষ, তাহার সে ব্যবসায় হইতে পারে না। কারণ, তিনি আদর্শ মনুষ, মামুষের যত প্রকার অমুষ্ঠেয় কৰ্ম্ম আছে, সকলই তাহার অনুষ্ঠেয়। কোন কৰ্ম্মই র্তাহার “ব্যবসায় নহে,” অর্থাৎ অন্য কৰ্ম্মের অপেক্ষা প্রধানত্ব লাভ করিতে পারে না । যিশু বা শাক্যসিংহ আদর্শ পুরুষ নহেন, কিন্তু মনুষ্যশ্রেষ্ঠ । মনুস্থ্যের শ্রেষ্ঠ ব্যবসায় অবলম্বনই র্তাহীদের বিধেয়, এবং তাহ অবলম্বন করিয়া তাহার লোকহিতসাধন করিয়া গিয়াছেন । কথাটা যে আমার সকল শিক্ষিত পাঠক বুঝিয়াছেন, এমন আমার বোধ হয় না। বুঝিবার একটা প্রতিবন্ধক আছে। আদর্শ পুরুষের কথা বলিতেছি। অনেক শিক্ষিত পাঠক “আদৰ্শ” শব্দটি “Ideal” শব্দের দ্বারা অনুবাদ করিবেন। অনুবাদও দূস্থ হইবে নী । এখন, একটা “Christian Ideal” আছে। খ্রিষ্টিয়ানের আদর্শ পুরুষ যিশু। আমরা বাল্যকাল হইতে খ্রিষ্টিয়ান জাতির সাহিত্য অধ্যয়ন করিয়া সেই আদর্শটি হৃদয়ঙ্গম করিয়াছি। আদর্শ পুরুষের কথা হইলেই সেই আদর্শের কথা মনে পড়ে। যে আদর্শ