পাতা:কৃষ্ণচরিত্র.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t . . . .'; -- ', * * : . 1 “、”占 ફ્રેક્ટ્ર o * , , - SZSBBBBBBB BBBBB BB BBSS S S S

বশবর্তী হইয়া, আদর্শযোগী, ভবিষ্কং জানিয়াও সন্ধিস্থাপনের ষ্ট্রে
  • . . .
  • ,

५५ যাত্রাকালে শ্ৰীকৃষ্ণের সমস্ত ব্যবহারই মনুষোপযোগী এবং কালোচিত। তিনি “রেবতী নক্ষত্রযুক্ত কাৰ্ত্তিকমাসীয় দিনে মৈত্র মুহূর্তে কৌরব সভায় গমন করিবার বাসনায় সুবিশ্বস্ত ব্রাহ্মণগণের মাঙ্গল্য পুণ্যনির্ঘোষ শ্রবণ ও প্ৰাত:কৃত্য সমাপন পুৰ্ব্বক স্নান ও বসনভূষণ পরিধান করিয়৷ সূৰ্য্য ও বহ্নির উপাসনা করিলেন ; এবং বৃষলাঙ্গুল দর্শন, ব্রাহ্মণগণকে অভিবাদন, অগ্নি প্রদক্ষিণ, ও কল্যাণকর দ্রব্য সকল সন্দর্শনপূর্বক,” যাত্র। করিলেন। স্ত্রীকৃষ্ণ গীতায় যে ধৰ্ম্ম প্রচারিত করিয়াছেন, তাহাতে তৎকালে প্রবল কাম্যকৰ্ম্মপরায়ণ যে বৈদিক ধৰ্ম্ম, তাহার নিন্দাবাদ আছে। কিন্তু "তাই বলিয়া তিনি বেদপরায়ণ ব্রাহ্মণগণকে কখনও অবমাননা করিতেন না । তিনি আদর্শ মনুষ্য, এই জন্য তৎকালে ব্রাহ্মণদিগের প্রতি যে ব্যবহার উচিত ছিল, তুিনি তাহাই করিতেন। তখনকার ব্রাহ্মণের বিদ্বান, জ্ঞানবান, ধৰ্ম্মাত্মা, এবং অস্বার্থপর হইয়। সমাজের মঙ্গলসাধনে নিরত ছিলেন, এজন্য অন্য বর্ণের নিকট, পুজা তাহাদের হায্য প্রাপ্য। কৃষ্ণও সেই জন্য র্তাহাদিগকে উপযুক্তরূপ পূজা করিতেন। উদাহরণস্বরূপ, পথিমধ্যে ঋষিগণের সমাগমের বর্ণনা উদ্ধত করিতেছি । “মহাবাহু কেশব এইরূপে কিয়দর গমন কপ্রিয় পথের উভয়পাশ্বে ব্রহ্মতেজে জাজ্বল্যমান কতিপয় মহর্ষিরে সন্দর্শন করিলেন। তিনি তাহাদিগকে দেখিবামা অতিমাত্র ব্যগ্রতাসহকারে রথ হইতে অবতীর্ণ হইয়া অভিবাদনপূৰ্ব্বক জিজ্ঞাসা করিলেন, হে মহর্ষিগণ । সমুদায় লোকের কুশল ? ধৰ্ম্ম উত্তমরূপে অনুষ্ঠিত হইতেছে ? ক্ষত্রিয়াদি বর্ণত্রয় ব্রাহ্মণগণের শাসনে অবস্থান করিতেছে? আপনার কোথায় সিদ্ধ হইয়াছেন ?