পাতা:কৃষ্ণচরিত্র.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ፃ8 কৃষ্ণচরিত্র কর্তৃক নিহত হইয়াছিলেন; পরে যাহা বলিড়েছি, তাহাতে তাই বুঝায়, তার পর প্রবলপ্রতাপ পঞ্চালবংশকে ব্ৰহ্মহত্যাকলঙ্ক হইতে উদ্ধৃত করিবার জন্ত নানাবিধ উপহাস প্রস্তুত হইয়াছে । 經 -- * - so. .. :(৪১ এখন দেখা যাউক, অমুক্ৰমণিকাধ্যায়ে, এবং পৰ্ব্বসংগ্রহাধ্যায়ে কি আছে। ক্ষয়ক্রশিক্ষাধ্যায়ে ধৃতরাষ্ট্ৰবিলাপে এই মাত্র আছে যে— င္ငံ ႏွစ္ခ်ိဳ႕ႏိုင္ “যান্ত্ৰেীৰং জোখমাচাৰ্য্যমেকং খৃষ্টছানোভাতিক্রম ধৰ্ম্ম } রথোপন্থে প্রায়গতং বিশস্তং তদ মাশংসে বিজয়ায় সঞ্জয় ।" : S iS BB BBBS BB BBBB BB BB BBB BBB BDDDB BBBBBBBB BBBB অবস্থায় রথোপস্থে বধ করিয়াছে, তখন আর জয়ে সন্দেহ করি নাই। ੰ অতএব এখানেও দেখা যাইতেছে যে, দ্রোণবধে ধৃষ্টদ্যুম্ন ভিন্ন আর কেহ অধৰ্ম্মাচরণ করে নাই । খৃষ্ট্যুয়েরও পাপ এই যে, প্রয়োপবিষ্ট বুদ্ধকে তিনি নিহত করিয়াছিলেন। গ্রোণের প্রায়োপবেশনের কারণ এখানে কিছু কথিত হয় নাই। যুধিষ্ঠিরবাক্যে, বা ঋষিগণের বাক্যে, বা ভীমের তিরস্কারে, তাহ কিছু কথিত হয় নাই। পশ্চাৎ দেখিব, তিনি পরে শ্রাস্ত হইয়াই নিহত হয়েন। আসন্নমুতু্য ব্রাহ্মণের প্রয়োপবেশনের সেও উপযুক্ত কারণ। (৫) পৰ্ব্বসংগ্রহাধ্যায়ে কোন কথাই নাই—“দ্রোণে যুধি নিপাতিতে,” এ ছাড়া আর কিছুই নাই। হতগজের কথাটা সত্য হইলে, তাহার প্রসঙ্গ অবশুই থাকিত । অভিমস্থ্যর অধৰ্ম্মযুদ্ধে মৃত্যুর কথা আছে—দ্রোণেরও অবশ্ব থাকিত। গল্পটা তখন তৈয়ার হয় নাই, এজস্য নাই । 敏 (৬) তার পর, দ্রোণপর্বের সপ্তম ও অষ্টম অধ্যায়ে দ্রোণযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা আছে। তাহাতেও এই জুয়াচুরির কোন প্রসঙ্গ নাই। কেবল আছে যে, ধৃষ্টদ্যুম্ন দ্রোণকে নিপাতিত করিলেন । এই অধ্যায়গুলি যখন প্রণীত হয়, তখনও গল্পটা তৈয়ার হয় নাই । (৭) আশ্বমেধিক পর্বে আছে যে, কৃষ্ণও দ্বারকায় প্রত্যাগমন করিলে, বসুদেব কৃষ্ণের নিকট যুদ্ধবৃত্তান্ত শুনিতে ইচ্ছা করিলেন। কৃষ্ণ র্তাহাকে যুদ্ধবৃত্তান্ত সংক্ষেপে শুনাইলেন। দ্রোণযুদ্ধ সম্বন্ধে কৃষ্ণ ইহাই বলিলেন যে, দ্রোণাচার্য্যে ও ধৃষ্টছ্যমে পাচ দিন যুদ্ধ হয়। পরিশেষে দ্রোণ সমরশ্রমে একান্ত পরিশ্রাস্ত হইয়া ধৃষ্টহ্যমহস্তে নিহত হইলেন। বোধ হয়, এইটুকুই সত্য , এবং যুবার সহিত যুদ্ধে বুদ্ধের শ্রান্তিই দ্রোণের যুদ্ধবিরতির যথার্থ কারণ। আর সকলই কবিকল্পনা, বা উপন্যাস। নিতান্তই যে উপন্যাস, তাহার সাত রকম প্রমাণ দিলাম ।