পাতা:কৃষ্ণচরিত্র.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ঃ কৃষ্ণকথিত ধৰ্ব্বতৰ &ጳጳ কৰ্ত্তব্য কি না। অর্জন কৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, “তোমার মতে এক্ষণে কি করা কৰ্ত্তব্য ?” কৃষ্ণ যে উত্তর দিলেন, তাহা বুঝাইবার পূৰ্ব্বে, আমরা পাঠককে অনুরোধ করি যে, আপনিই ইহার উত্তর দিবার চেষ্ট করুন। বোধ করি সকল পাঠকই একমত হইয়। উত্তর দিবেন যে, এরূপ সত্যের জন্ত যুধিষ্ঠিরকে বধ করা অৰ্জ্জুনের কৰ্ত্তব্য নহে। কৃষ্ণও সেই উত্তর দিলেন। কিন্তু পাশ্চাত্য নীতিপণ্ডিত আধুনিক পাঠক যে কারণে এই উত্তর দিবেন, কৃষ্ণ সেই কারণে এ সকল উত্তর দিলেন না । তিনি প্রাচ্যনীতির বশবৰ্ত্তী হইয়াই এই উত্তর দিলেন। তাহার কারণ বুঝাইতে হইবে না—বুঝাইতে হইবে না যে, শ্ৰীকৃষ্ণ ভারতবর্ষে অবতীর্ণ, ইংলণ্ডে নহে। তিনি ভারতবর্ষের নীতিতে সুপণ্ডিত, ইউরোপীয় নীতি তখন হয়ও নাই ; এবং কৃষ্ণ তন্মার্গাবলম্বী হইলে অর্জনও তাহার কিছুই বুঝিতেন না । কৃষ্ণ অৰ্জুনকে বুঝাইবার জন্য যে সকল তত্ত্বের অবতারণা করিলেন, এক্ষণে তাহার স্থলমৰ্ম্ম বলিতেছি—অন্ততঃ যে অংশ বিবাদের স্থল হইতে পারে, তাহ উদ্ধৃত করিতেছি। র্তাহার প্রথম কথা “অহিংস। পরম ধৰ্ম্ম।” ইহাতে প্রখম আপত্তি হইতে পারে যে, সকল স্থানে অহিংসা ধৰ্ম্ম নহে। দ্বিতীয় আপত্তি এই হইতে পারে যে, কৃষ্ণ স্বয়ং গীতাপৰ্ব্বাধ্যায়ে অর্জুনকে যে উপদেশ দিয়া যুদ্ধে প্রবৃত্ত করিয়াছিলেন, এ উক্তি তাহার বিপরীত । যিনি অহিংসাতত্ত্বের যথার্থ মৰ্ম্ম না বুঝেন, তিনিই এরূপ আপত্তি করিবেন। অহিংসা পরম ধৰ্ম্ম, এ কথায় এমন বুঝায় না যে, কোন অবস্থায় কোন প্রকারে প্রাণিহিংসা করিলে অধৰ্ম্ম হয়। প্রাণিহিংসা ব্যতীত আমরা ক্ষণমাত্র জীবন ধারণ করিতে পারি না, . ইহ ঐশিক নিয়ম । যে জল পান করি তাহার সঙ্গে সহস্ৰ সহস্র অণুবীক্ষণদৃশু জীব উদরস্থ করি ; প্রতি নিশ্বাসে বহু সংখ্যক তাদৃক জীব নাসাপথে প্রেরিত করি, প্রতি পদার্পণে সহস্ৰ সহস্ৰকে দলিত করি । একটি শাকের পাতা, বা একটি বেগুনের সঙ্গে অনেকগুলিকে রাধিয়া খাই । যদি বল এ সকল অজ্ঞানকৃত হিংসা, তাহাতে পাপ নাই, আমি তাহার উত্তরে বলি যে জ্ঞানকৃত প্রাণিহিংসা ব্যতীতও আমাদের প্রাণরক্ষা নাই। যে বিধধর সৰ্প বা বৃশ্চিক, আমার গৃহে বা তামার শয্যাতলে আশ্রয় করিয়াছে, আমি তাহাকে বিনাশ না করিলে সে আমাকে বিনাশ করিৰে । যে ব্যাঘ্র আমাকে গ্রহণ করিবার জন্ম BBBBBS BB BBBB BBB BS BBB B BBBB BBB BBBS BB BBB আমার বন্ধসাধনে কৃতনিশ্চয়, ও উদ্ভতীয়ুধ, আমি জাহাকে বিনাশ না করিলে সে আমাকে