পাতা:কৃষ্ণচরিত্র.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3. কৃষ্ণচরিত্র মঘী হইতে পূৰ্ব্বাষাঢ়া দশম নক্ষত্র ; যথা—মঘ, পূর্বফল্গুনী, উত্তরফাল্গুনী, হস্ত, চিত্র, স্বাতি, বিশাখ, অনুরাধ, জ্যেষ্ঠ, মূল, পূৰ্ব্বাষাঢ়া। অতএব যুধিষ্ঠির হইতে নন্দ ১৪ x ১০০ sসহস্ৰ বৎসর আস্তর l এখন, আর এক প্রকার গণনা যাহা সকলেই বুঝিতে পারে তাহ দেখা যাউক । বিষ্ণুপুরাণের যে শ্লোক উদ্ভূত করিয়াছি, তাহার পুর্বশ্লোক এই – যাবৎ পরিক্ষিতে জন্ম যাবয়ন্দাভিষেচনম্। এতম্বৰ্যসহস্ৰস্তু জ্ঞেয়ং পঞ্চদশোত্তরম্ ॥ ৪ ৷ ২৪ । ৩২ নন্দের পুরা নাম নন্দ মহাপদ্ম। বিষ্ণুপুরাণে ঐ ৪ অংশের ২৪ অধ্যায়েই আছে— SSBBBB BBBBB BBBBBBBBBBBBB BBBB S DBB BB BBB BBB BBB সমৃদ্ধবিষ্যতি। তেষামভাবে মৌর্য্যাশ্চ পৃথিবীং ভোক্ষ্যস্তি । কৌটিল্য এব চন্দ্রগুপ্তং রাজ্যেহভিষেক্ষ্যতি।” ইহার অর্থ—মহাপদ্ম এবং তাহার পুত্ৰগণ একশতবর্ষ পৃথিবীপতি হইবেন। কৌটিল্যe নামে ব্রাহ্মণ নন্দবংশীয়গণকে উন্মুলিত করিবেন। তাহাদের অভাবে মৌর্য্যগণ পৃথিবী ভোগ করিবেন। কৌটিলা চন্দ্রগুপ্তকে রাজ্যাভিষিক্ত করিবেন। তবেই যুধিষ্ঠির হইতে চন্দ্রগুপ্ত ১১১৫ বৎসর। চন্দ্রগুপ্ত অতি বিখ্যাত সম্রাটু— ইনিই মাকিদনীয় যবন আলেকৃজন্দর ও সিলিউকস নৈকটরের সমসাময়িক। ইনি বাহুবলে মাকিদনীয় ঘবনদিগকে ভারতবর্ষ হইতে দূরীকৃত করিয়াছিলেন, এবং প্রবলপ্রতাপ লিলিউকসকে পরাভূত করিয়া তাহার কথ্য বিবাহ করিয়াছিলেন। র্তাহার মত দোর্দণ্ডপ্রতাপ তখন কেহই পৃথিবীতে ছিলেন না। কথিত আছে, তিনি অকুতোভয়ে আলেকৃজন্দরের শিবিরমধ্যে প্রবেশ করিয়াছিলেন। আলেকৃজন্দর ৩২৫ খ্রিষ্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। চন্দ্রগুপ্ত ৩১৫ খ্রিঃ অব্দে রাজাপ্রাপ্ত হয়েন। অতএব ঐ ৩১৫ অঙ্কের সহিত উপরিলিখিত ১১১৫ যোগ করিলেই যুধিষ্ঠিরের সময় পাওয়া যাইবে। ৩১৫+১১১৫= ১৪৩০ খ্রিঃ পূঃ তবে মহাভারতের যুদ্ধের সময় । অন্যান্য পুরাণেও ঐরূপ কথা আছে। তবে মৎস্য ও বায়ু পুরাণে ১১১৫ স্থানে ১১৫০ লিখিত আছে। তাহা হইলে ১৪৬৫ পাওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ যে ইহার বড় বেশি পূৰ্ব্বে হয় নাই, বরং কিছু পরেই হইয়াছিল, তাহার এক অখণ্ডনীয় প্রমাণ পাওয়া যায়। সকল প্রমাণ খণ্ডন করা যায়-গণিত জ্যোতিষের প্রমাণ খণ্ডন করা যায় ন—“চন্দার্কেী যত্র সাক্ষিণে ।”

  • বিখ্যাত চাণক্য ।