পাতা:কৃষ্ণচরিত্র.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম খণ্ডঃ সপ্তদশ পরিচ্ছেদ ঃ ইতিহাসাদির পৌৰ্ব্বাপৰ্য্য 45 মহাভারতে পুরুৱব ঐতিহাসিক চন্দ্রবংশীয় রাজা। চশ্রের পুত্র বুধ, বুধের পুত্র ইল, ইলার পুত্র পুরুরব। উৰ্ব্বশীর গর্ভে ইহার পুত্র হয় ; তাহার নাম আয়ু ও যজুর্ম যাহা উপরে উদ্ধৃত করিয়াছি, তাহ দেখিলে পাঠক দেখিতে পাইবেন, জল্লু, সেই অরণি পৃষ্ট আজ্য। মহাভারতে এই আয়ুর পুত্র বিখ্যাত নহুষ। মহুষের পুত্র বিখ্যাত যযাতি । যযাতির পুত্রের মধ্যে দুই জনের নাম যত্ন ও পুরু। যছ, যাদবদিগের আদিপুরুষ ; পুরু, কুরুপাণ্ডবের আদিপুরুষ। এই তৃতীয়াবস্থা। তৃতীয়াবস্থায় অরণিকাষ্ঠ ঐতিহাসিক সম্রাট । চতুর্থ অবস্থ, বিষ্ণু, পদ্ম প্রভৃতি পুরাণে । পুরাণ সকলে তৃতীয় অবস্থার ইতিহাস নূতন উপস্যাসে রঞ্জিত হইয়াছে, তাহার দুইটি নমুন দিতেছি। একটি এই— উৰ্ব্বলী ইন্দ্রসভায় নৃত্য করিতে করিতে মহারাজ পুরুরবাকে দেখিয়া মোহিত হওয়ায় নৃত্যের তালভঙ্গ হওয়াতে ইন্দ্রের অভিশাপে পঞ্চপঞ্চাশ বর্ষ স্বর্গভ্রষ্ট হইয়া পুরুরবার সহিত বাস করিয়াছিলেন। আর একটি এইরূপ — পূৰ্ব্বকালে কোন সময়ে ভগবানু বিষ্ণু ধৰ্ম্মপুত্র হইয় গন্ধমাদন পৰ্ব্বতে বিপুল তপস্তা করিয়াছিলেন। ইন্দ্র তাহার উগ্র তপস্যায় ভীত হইয় তাহার বিল্পার্থ কতিপয় অঞ্চারার সহিত বসন্তু ও কামদেবকে প্রেরণ করেন। সেই সকল অঞ্চারা যখন তাহার ধ্যানভঙ্গে অশক্ত হইল, তখন কামদেব অপারোগণের উরু হইতে ইহাকে স্বজন করিলেন। ইনিই তাহার তপোভঙ্গে সমর্থ হন। ইহাতে ইস্ত্র অতিশয় সন্তুষ্ট ইলেন এবং ইহার রূপে মোহিত হইয়া ইহাকে গ্রহণ করিতে ইচ্ছা করিলেন। ইনিও সম্মত হইলেন। পরে মিত্র ও বরুণ র্তাহাদিগের ঐক্লপ মনোভাব জ্ঞাপন করিলে ইনি প্রত্যাখ্যান করেন । তাহাতে র্ত্যহাতৃেত্ব শাপে ইনি মন্থৰ্যভোগ্য ( অর্থাৎ পুকুরবার পত্নী ) হন। এই সকল কথার আলোচনায় আমরা স্পষ্টই বুঝিতে পারি যে, যজুৰ্ব্বেদসংহিতার ৫ অধ্যায়ের সেই মন্ত্রগুলি সৰ্ব্বাপেক্ষ প্রাচীন। তাহার পর, ঋগ্বেদসংহিতার দশম মণ্ডলের ৯৫ সুক্ত। তার পর মহাভারত। তার পর পদ্মাদি পুরাণ। আমরা যে সকল গ্রন্থের উপর নির্ভর করিয়া কৃষ্ণচরিত্র বুৰিতে চেষ্টা করিব, তাহারও পৌৰ্ব্বাপৰ্য্য এই নিয়মের অনুবত্তী হুইয়া নিৰ্দ্ধারিত করা যাইতে পারে। একটা উদাহরণের দ্বারা ইহা বুঝাইতেছি। . প্রথম উদাহরণ স্বরূপ পূতনাবধবৃত্তান্ত দেওয়া যাউক । ইহার প্রথমাবস্থা কোন গ্রন্থে নাই, কেবল অভিধানেই আছে, যেমন বিধ ধাতু হইতে বিষ্ণু। পরে দেখি পুতন যথার্থত: স্মৃতিকাগারস্থ শিশুর রোগ। কিন্তু পুতনা

  • कचन कथन *३ बांश *थाङ्कः” निथिऊ रहेबांझ ।