পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

| কৈকেয়ী। উপদেশ প্রদান করিলেন। বলিলেন ‘পুত্র, তুমি স্বভাবতঃ অতীব গুণবান হইয়াছ, তথাপি যাহাতে তােমার মঙ্গল হইবে তাহা বলিতেছি শ্রবণ কর। তুমি কামক্রোধজনিত ব্যসন সকল পরিত্যাগ করিবে, স্বয়ং ও দূত দ্বারা প্রকৃত বিবরণ অনুসন্ধান করিয়া অমাত্য ও প্রজাবৰ্গকে অনুরক্ত করিবে। রাজধৰ্ম্ম এই যে রাজা ধনাগার রাগার শাখার পূর্ণ করিয়া প্রজাগণকে অনুরক্ত করিয়া প্রজাপালন করিবেন। রাজ্যে প্রজাগণ। যেন নিঃশঙ্কচিত্তে সুখভােগ করে। তুমি স্বভাবতঃ বিনয়ী, আরও বিনয় অবলম্বন পূর্বক জিতেন্দ্রিয় হইবে। | রাজকুমারগণের পক্ষে কত আবশ্যক এই বিনয় ও জিতেন্দ্রিয়তা। আমরা এই প্রসঙ্গে রামের বিনয়ের আর একটি দৃষ্টান্ত উল্লেখ করিব। রাম যখন বনে যাইতে উদ্যত হইয়াছেন, প্রজাগণ হাহাকার করিতেছে, কৌশল্যা দেবী ও অপরাপর বিমাতাগণ শােকে নিতান্ত আছন্ন হইয়াছেন; রাম কৃতাঞ্জলি হইয়া মাতাদিগকে বলিতেছেন সংবাসাৎ পরুষং কিঞ্চিদজ্ঞানাদপি যৎকৃতম্। তন্মে সমুপজানীত সৰ্বাশ্চামন্ত্রমামি বঃ ॥ জননীগণ ! সৰ্ব্বদা একত্ৰবাস হেতু অজ্ঞান বশত যদি আপনাদিগকে কোন পরুষ বাক্য বলিয়া থাকি, অথবা কোন অনিষ্ট করিয়া থাকি, এপেনারা আমার সেই