পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। দোষ ক্ষমা করুন, আপনাদের নিকট ক্ষমা চাহিতেছি। এই বিনয় মানুষের হৃদয়ে শােভাপ্রাপ্ত হউক। | রাম রাজা হইবেন শুনিয়া রামের বন্ধুগণ ত্বরায় কৌশল্যার নিকট সমস্ত জানাইল। কৌশল্যা প্রিয়সংবাদ দাতাকে বহু ধন রত্ন দানে সন্তুষ্ট করিলেন। | রামকে উপদেশ দিয়া রাজা দশরথ অন্তঃপুরে প্রবেশ করিলেন। রামকে আনয়ন জন্য পুনরায় সুমন্ত্রকে প্রেরণ করিলেন। রাম আসিলেন আবার বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। দশরথ বলিতে লাগিলেন---‘বংস, এক্ষণে তুমি রাজা হও, ইহাই প্রজাবর্গের অভিলাষ। আমি তােমাকে কল্যই যৌবরাজ্যে অভিষিক্ত করিব। কিন্তু রাম! দৈবজ্ঞেরা বলিয়াছেন আমার জন্ম নক্ষত্র দারুণ গ্রহ সূৰ্য মঙ্গল রাহু কর্তৃক আক্রান্ত হইয়াছে এবং অদ্য আমি নানাবিধ অশুভ স্বপ্ন সন্দর্শন করিয়াছি। আকাশ হইতে উল্কা সকল পতিত হইতেছে ও নির্ঘাত শব্দ হইতেছে। প্রায় দেখা যায় এই সমস্ত দুলক্ষণ আসিলে মহীপতি কালকবলিত হইয়া থাকেন; এজন্য আমার জীবনের প্রতি সংশয় হইয়াছে। বিশেষত প্রাণীদিগের মনােবৃত্তি সৰ্ব্বদা একরূপ থাকে না। যে প্রকারে হউক আমার চিত্ত বিমুগ্ধ হইতে না হইতেই তুমি শীঘ্র যৌবরাজ্যে অভিষিক্ত হও। ভাবি-বিপদের ছায়া রাজার অন্তরে পড়িয়াছিল রাজা রামাভিষেকের বহু বিঘ্ন দেখিতেছিলেন।