পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

১৬ কৈকেয়ী। ===-----------


... ...-----

মুখেনা প্রতিমাননা” বক্ৰসুন্দরি তােমার মুখের তুলনা । নাই। কৈকেয়ী কত শােভাই দেখিতেছে। হায় কৈকেয়ী! স্বামীর প্রিয়বস্তুকে বুনে দিয়া তুমি কোন্ সুখের আকাঙ্ক্ষা কর? রামকে বনে পাঠাইয়া তুমি যে স্বামি বিনাশের কারণ হইবে তাহা কেন বুঝিলে না? হায়, যাহাকে সুখ ভাবিতেছ, তাহার ভিতরে যে কত দুঃখ আছে তাহা কেন দেখিলে না? কৈকেয়ী রামবনবাসে প্রতিজ্ঞা করিয়া ক্রোধাগারে প্রবেশ করিল ; অমূল্য মুক্তাহার, মহার্ঘ মনােহর আভরণ সকল পরিত্যাগ করিয়া ভূতলে শয়ন করিল। কুজা তখনও নিকটে। কৈকেয়ী বলিতে লাগিল “কুজে, আর আমার কিছুতেই প্রয়ােজন নাই। কৈকেয়ী কুজার বাক্যবাণ দ্বারা উত্তেজিত হইয়া হৃদয়ে হস্ত স্থাপন পূৰ্ব্বক “মহারাজ আমাকে এরূপ প্রতারণা করিয়াছেন” ইহা ভাবিয়া অতীব কুপিতা হইল। কৈকেয়ী বলিতে লাগিল “হয় রাম বনে যাইবে নতুবা আমার মৃত্যু হইবে। যদি রাম বনগমন না করে, তবে আমি উত্তম বসন, মালা চন্দন, পান, ভােজন, কিছুই ইচ্ছা করিনা—অধিক কি বাঁচিতেও ইচ্ছা করিনা। “ন চেহ জীবিতং।” কৈকেয়ী ও রাজা দশরথ । মন্থরার মনােরথ সিদ্ধ হইল। কুজা গােপনে থাকিয়া দেখিল রাজ। ব্যস্তসমন্তে জোরে প্রবেশ করিলেন।