পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ১৭ si = = = = =

=

রাজা কৈকেয়ীর দশা দেখিয়া বড়ই ব্যাকুল হইলেন, বড়ই ভয়সন্ত্রস্ত হইলেন ; কৌশল্যার মনেও এইরূপ একটা ভয় সৰ্ব্বদা ছিল। রামাভিষেকের সংবাদে কৌশল্যা প্রীতমনা হইয়াছিলেন ; কোশল্যা বলিয়াছিলেন “সত্যবাদী দশরথ করােততাব প্রতিশ্রুতম্।” সত্যবাদী রাজা অঙ্গীকার প্রতিপালন করিবেন জানি, তথাপি আমার প্রাণে বড় ভয় আসিতেছে, আমার নাম কি রাজা হইতে পারিবে ? রাজা যে বড়ই কৈকেয়ীর বশ—কি জানি কি করতে কি করিয়া বসিবেন। কৈকেয়ীবশগঃ কিন্তু কামুকঃ কিং করিষ্যতি । ইতি ব্যাকুলচিত্তা সা দুর্গাং দেবীমপূজয়ং ‘মা দুর্গা-বড় প্রাণভরা নাম তােমার। আমার পাপমনে কত দুশ্চিন্তা আসিতেছে। ভবদুখহর মা! যেন আমার রামের কোন বিঘ্ন না হয়। কৌশল্যা ব্যাকুলচিন্তে ভাবি বিপদ নিবারণ জন্য দুর্গার পূজা করিলেন। রাজা দশরথের হৃদয়ে ভাবি আশঙ্কার ছায়া পড়িয়াছে। রাজা “উপবিশ্ব শনৈদেহং শৃশ বৈ পাণিনাহৰীং।” রাজা উপবেশন করিলেন, ধীরে ধীরে কৈকেয়ীর গাত্র স্পর্শ করিলেন। রাজা বহু কথা কহিলেন। শেষে রামের উপর শপথ করিলেন। বলিলেন “মম প্রাণাৎ প্রিয়তরে রাম রাজীবলােচনঃ। তঙ্গোপুরি শপে ক্ৰীতিং তৎ করােম্যহম্ ।