পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। --- -- ভ্রান্ত হইয়াছ, যাহা অঙ্গীকার করিয়াছিলে এখন তাহা অস্বীকার করিতেছ ; তুমি মিথ্যাবাদী হইতেছ নিশ্চয়ই তােমার নরকে গতি হইবে। রামের উপরে শপথ করিয়া মিথ্যা বলিতেছ, নরক ভিন্ন নােমর স্থান কোথায় ? “মিথ্যা করেষি চেং স্বীয়ঃ ভাষিতং নরকং ভবেৎ”। যদি আমি একদিন ও রাম-জননীকে সকলের নমস্কার গ্রহণ করিতে দেখি, যদি তুমি রামকে রাজ্যে অভিষেক কর, তবে হে নরপতে। আমি প্রাণ-স্বরূপ ভরতের শপথ করিয়া বলিতেছি, আমি কিছুতেই জীবন রাখিব না। রামের। বনবাস ভিন্ন আর কিছুতেই আমার সন্তোষ হইবে না; অজিন ও চীর বস্ত্র পরিয়া যদি প্রভাতেই রাম বনে না গমন করে, তবে উদ্বন্ধনে বা বিষভক্ষণে তােমার সম্মুখেই আমি প্রাণত্যাগ করিব। বনং ন গচ্ছেদদি রামচন্দ্রঃ প্রভাতকালেংজিনচীর উদ্বন্ধনং বা বিষক্ষণং বা কৃত্বা মরিষ্যে পুরতন্তবাহম্। রাজা আর সহ্ করিতে পারিলেন না, মুচ্ছিত হইয়া পড়িলেন, তাহার মনে হইল যেন তাহার জীবন অন্ত হইল। | হায়! কত সংসার এই ভাবে ছারখারে যাইতেছে। প্রবৃত্তিমূলক ভালবাসায় কত মনুষ্য নিত্য প্রতারিত হইতেছে। মানুষ বুঝিয়াও বুঝে না। ভালবাসায় প্রিয় ব্যক্তির দুঃখ দেখিতে পারা যা । ভালবাসায় “লওয়া”।