পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। - - - - - - -=== == .. থাকে না—পাকে “দেওয়া”। রাজা দশরথের জীবন যায় কৈকেয়ীর তাতে কি? নিবৃত্তিমূলক ভালবাসা অমৃতপ্রবৃত্তিমূলক ভালবাসা বিষ। প্রবৃত্তিমূলক ভালবাসায় ডাকাতে ডাকাতে মিশ্রণ, উভয়েই দাও খুঁজে। আর প্রকৃত ভালবাসায় সাধুর সহিত সাধুর মিলন, উভয়েই উভয়কে সেবা করিতে ব্যস্ত। মানুষ যদি ভালবাসা বুঝি, কত বিপদ হইতে পরিত্রাণ লাভ করিতে পারিত। সে রাত্রি কাটিয়া গেল । রাজার মনে হইল এক রাত্রি যেন এক বৎসরের মত। সুখের সময় এক মুহূর্তে ফুরাইয়া যায়, আর দুঃখের সময়। সে সময় আর কাটে । রাজার যখন চেতনা হইতেছিল, কৈকেয়ী রাজার অঙ্গীকারের কথা স্মরণ করাইয়া দিতেছিল। সত্যই ব্ৰহ্ম, সত্যই ধৰ্ম্ম, সত্যই বেদ, সত্য ব্যবহার দ্বারাই পরমপদ লাভ হয়। সত্যপালনার্থ, ধৰ্ম্মপালনার্থ রাজা তুমি আপন পুত্র রামকে বিবাসিত কর। না কর ত্বংকর্তৃক অপমানিত আমি, আমি প্রাণত্যাগ করিব।.. | রাজা দশরথ নিজের মৃত্যু নিকটে দেখিতেছেন। প্রতিজ্ঞা রক্ষা ক্ষত্রিয়ের ধর্ম। ধৰ্ম্মরক্ষা করিতেই হইবে। প্রতিজ্ঞা পালন করিতে গেলে রামকে বনবাস দিতে হয়। রাজা বুঝিলেন, কৈকেয়ীকে শান্ত করিবার আশা করা বৃথা তথাপি রাজা চেষ্টা করিলেন। পতির মৃত্যু অপেক্ষা। স্ত্রীলােকের আর আঁকি আছে? রাজা রামবিয়ােগে