পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

২৮ ২৮ । কৈকেয়ী। রাম ও কৌশল্যা। ' রাম মাতার নিকট আসিতেছেন। আর কৌশল ? প্রভাতেই আযযাধ্যার রাজলক্ষ্মী তঁাহার রামকে আশ্রয় করিবেন, কৌশল্যা রামকারণে শ্রীহরির পূজা করিতে ছিলেন এবং ব্রাহ্মণ দ্বারা হোম করাইতেছিলেন। কৌশল্যা ব্রাহ্মণদিগকে বহুধন প্রদান করিয়াছিলেন। তখন প্রতি মাঙ্গলিক কাধ্যে দান, হােম, পূজা ইত্যাদি দ্বারা শ্রীভগবানের প্রসন্নতা ভিক্ষা করা আর্যজাতির প্রধান কার্য ছিল। দান হােম পূজা অন্তে “ধ্যায়তে বিষ্ণুমেকামনা মৌনমাস্থিতা” কৌশল্যা মৌন অবলম্বন পূৰ্ব্বক একাগ্রমনে শ্রীবিষ্ণুর ধ্যান করিতেছিলেন। মাতা কৌশল্যা ভিতরে শ্রীবিষ্ণু দেখিতেছিলেন। রাম আসিলেন কিন্তু কৌশল্যা দেখিতে পাইলেন না। অন্তস্থমেকং ঘনচি প্রকাশ নিরস্তসৰ্বাতিশয়স্বরূপ। বিষ্ণু স মন্দময়ং হৃদজে সা ভাৰস্তীন দদর্শ রামম্ ॥ কৌশল্যার নিকটে সুমিত্রা। সুমিত্রা রামকে দেখিয়া সসমে কৌশল্যাকে জাগাইলেন, বলিলেন “রাম আসিয়াছে।” কৌশল্যা রাম নাম এলেন, তখন দৃষ্টি বাহিরে