পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। = • । -- প্রবাহিত হইল। বাহিরেই রাজীবলােচন রাম। যেরূপ ঘােটকী হর্ষ সহকারে স্বীয় তনয়ের প্রতি ধাবিত হয়, কৌশল্যা হর্ষসমন্বিত হইয়া সেইরূপে রামের নিকটে গমন করিলেন। রাম মাতার চরণ বন্দনা করিলেন। কৌশল্যা রামকে হৃদয়ে ধারণ করিয়া ক্রোড়ে বসাইয়া মস্তক আঘ্রাণ করিলেন, আর নীলােৎপলনিভ রামগাত্র পুনঃ পুনঃ স্পর্শ করিতে লাগিলেন।। | কৌশল্যা দেখিতেছেন রামের মুখ বিষঃ। ভাবিলেন সুকুমার রাম.ত উপবাসী, বুঝি রামের ক্ষুধা পাইয়াছে। পুত্রের মুখ শুস্ক দেখিলে মাতার আর কি চিন্তা আসিবে? কৌশল্যা বিপদের কিছুই জানেন না, রামকে ক্রোড়ে বসাইয়া বলিতেছেন, ‘বংস ! তােমার মুখ যে বড় শুফ, তুমি ক্ষুধার্ত হইয়াছ, কিছু খাইবে? মাতার স্নেহ রামকে ব্যাকুল করিল। কিরূপে এই সংবাদ জানাইব ? রাম কিন্তু বিলম্ব করিতে পারিতেছেন না; বলিতেছেন “মা, যে মহত্তয় উপস্থিত হইয়াছে দেখিতেছি তুমি তাহার কিছুই জান না। দেবি ! নুনন জানীষে মহদ্ভয়মুপস্থিত”; মা! আমার ত ভােজনের অবসর নাই, “ভােজনাসর কুতঃ” অদ্যই আমাকে দণ্ডকারণ্য গমন করিতে হইবে। আমার পিতা বিমাতাকে যে বর দিয়াছিলেন, তাহার একবরে আমায় বনবাসে যাইতে হইবে দ্বিতীয়টিতে ভরত অধেi, রাজা হইবে। আমি চতুর্দশ