পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৩১ + --- --- --- -- -


---


---

--- ... - --- আমি তােমায় ছাড়িয়া কোথাও পাকিতে পারিব না। নিতান্ত দুৰ্ব্বলা হইয়াও বনে তােমার অনুগমন করিব। কৌশলীর দৃষ্টি পড়িল এখন শােকের কারণের উপর। ‘আমি চিরকালই স্বামীর অপ্রিয়। তিনি আমাকে অত্যন্ত নিগ্রহ করিয়াছেন। তিনি আমাকে কৈকেয়ীর দাসীর সমান --তদপেক্ষাও নিকৃষ্ট করিয়াছেন। রাম তােমার মুখ দেখিয়া আমি কি সেই নিয়ত-কোপন কটুভাষিণী কৈকেয়ীর মুখ দেখিয়া সুখে থাকিব? রাজা যদি ভরতের উপর প্রসন্ন হইয়া থাকেন, রাজা তাহাকে প্রদান করুন ; কিন্তু তােমায় বনবাসী হইতে আজ্ঞা করেন কেন? রাজা কৈকেয়ীর উপর প্রসন্ন হইয়াছেন, সৰ্বস্ব তাহাকে দান ; করুন। কিন্তু তুমি রাজা বা কৈকেয়ীর নিকট কি অপরাধ • করিয়াছ?’ কৌশল্যার চক্ষু জলপূরিত। কৌশল্যা আবার বলিতে লাগিলেন - “পিতা গুরুধা রাম তবাহমধিক ততঃ। পিত্রাজ্ঞপ্তা বনং গন্তু বারয়েয়মহং সুতম্ ॥ পিতা তােমার যেমন গুরু আমি মা তদপেক্ষা অধিক। পিতা তােমায় বনগমনে আজ্ঞা করিয়াছেন আমি আমার পুত্রকে নিষেধ করিতেছি। যদি আমার বাক্য উল্লঙ্ঘন করিয়া পিতৃ আজ্ঞানুসারে তুমি বনে যাও তবে আমি এই প্রাণ পরিত্যাগ করিয়া যমালয়ে গমন করিব। আমার হৃদয় বুঝি বড়ই ৮ঠিন—নতুবা রাম! তােমার