পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। - - - বাক্য যে হৃদয়ে সর্বদা ভাবনা করিবে, সে আর কখনও সংসার দুঃখে নিপীড়িত হইবে না। ব্রাম লক্ষ্মণকে শান্ত করিলেন--মাতারও মত করিলেন। কৌশল্যা, শিবাদি দেবতা, নছর্ষি, দিক, ভূত, নাগ প্রভৃতিকে পূজা করিলেন, রামের দীপ বনবাস সময়ে তাহার হিত আকাঙ্ক্ষা করুন ইহা প্রার্থনা করিলেন। অপূর্ণ লােচনে রামের স্বস্ত্যয়ন শেষ করিয়া মাতা বার বার রামকে আলিঙ্গন করিলেন। রাম মাতাকে প্রদক্ষিণ করিলেন, পুনঃ পুনঃ চরণ বন্দনা করিলেন, শে সীতার ভবনে আসিলেন। | সীত রাম। সীতা এখন পর্যন্ত কিছুই শুনেন নাই ! দৈব্য কাৰ্য শেষ করিয়া তিনি রামের আগমন প্রতীক্ষা করিতেছিলেন। রাম এই মাত্র গীতার নিকট হইতে বিদায় লইয়া পিতৃদর্শনে গিয়াছিলেন। রাম আসিতেছেন, সীতা রামদর্শনেই উঠিয়া দাড়াইলেন। রামকে বড় বিন্ন হইয়া আসিতে দেখিতেছেন। কিন্তু সীত। পতিনারায়ণ-ব্রত ভুলেন নাই। সীতা হ্রস্ত হইয়া “স্বর্ণ-পাত্রস্থ সলিলৈঃ পাদৌ প্রক্ষাল্য ভক্তিতঃ” স্বর্ণ-পাত্রস্থ সলিলে পতির পদ প্রক্ষালন করিলেন, তৎপর চরণ তলে উপবেশন করিলেন। রাম দেখিতেছেন সীতা যেন কত কি বলিবেন। সীতা অগ্রে স্বামীর পদধৌত করিয়া, স্বামীকে সুস্থ করিয়া, পরে যাহা জিজ্ঞাসা করিবার আছে জিজ্ঞাসা করিবেন।