পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৪২ কৈকেয়ী। -- রামের পরাক্রম নাই। মিন্ ! তােমার কাহা হইতে ভয় আছে ? তুমি কি ভাবিয়া অনন্যপরায়ণা স্ত্রীকে পরিত্যাগ করিতে ইচ্ছা করিয়াছ? না! আমি ধৰ্ম্ম ত্নী, আমি পতিতা, আমায় ত্যাগ করিয়া তুমি যাইতে ইচ্ছা করিতেছ কিরূপে? তোমা ভিন্ন আমি জানি না, তুমি ধৰ্ম্মজ্ঞ, তুমি দয়াময়, তােমার নিকট আমি থাকিব, পতিব্রতা স্বামীসঙ্গে থাকিব, তাহাকে ধর্ষণ করবে কে ? আমার আহারের জন্য তুমি ভয় দেখাইতেছ? তুমি বনে বনে কটু ফলমূল ভক্ষণ করিয়া বেড়াইবে আর আমি অযযাধ্যায় রাজভােগে থাকিব? হরি হরি ! ইহা চিন্তা করিলেও আমি কেমন হইয়া যাই, না না প্রভু! তােমার সুক্তাবশিষ্ট যাহা থাকিবে তাহাই আমার অমৃত, তাহাতেই আমার সন্তোষ। প্রভু, তােমার সঙ্গে বনভ্রমণে যদি কুশা কাশা কণ্টকের উপর দিয়াও আমায় চলিতে হয়, তাহাও আমার পুষ্পস্তরণতুল্য হইবে। আর এক কথা প্রভু, আমি তোমার ক্লেশের কারণ হইব না----আমি সৰ্ব্বদাই তােমার কাৰ্যসাধিনী হইব। সত্য কথা, সীতা না। থাকিলে ত রাম কাৰ্য্য সাধিত হইত না। সীতা আবার বলিতে লাগিলেন। বালিকাকালে কোন দৈবজ্ঞ আমার হাত দেখিয়া বলিয়াছিলেন আমার পতির সহিত বনবাস হইবে। সীতা যত যুক্তি পাইলেন সমস্ত যুক্তি দিয়া রামকে বুঝাইলেন ‘আমাকে ছাড়িয়া